Featuring: Ferdous Bappy
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
‘নব্বইয়ের দশকে আমরা যেই তারকাদের পেয়েছি, মানে ও গুণে তারাই সেরা’ – এমন মন্তব্য কেন করলেন সঞ্চালক ফেরদৌস বাপ্পী? বর্তমান সময়ে কি তারকারা সিন্ডিকেটের ফল নাকি কেবল ভাইরালের নেশা মত্ত? শব্দের ব্যবহার থেকে আচরণ বা পোশাক, সত্যি কি সোনালী সেই নব্বইয়ের তারকাদের ছাপিয়ে যেতে ব্যর্থ তারা?
নব্বইয়ের দশকে বিটিভির জনপ্রিয় টেলিভিশন শো ‘বলুন দেখি’ থেকে শুরু, স্পষ্ট উচ্চারণে দারুণ উপস্থাপনা। সেই সময়ের বিটিভি নির্ভর প্রজন্মের কাছে জনপ্রিয় এক নাম ফেরদৌস বাপ্পী। সঞ্চালক হিসেবে তিন দশকের বেশি সময় ধরে কাজ করে আসছেন টেলিভিশনের পর্দায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, উপস্থাপনায় নিজের গুরু হিসেবে পেয়েছিলেন রায়হান গফুর, আবদুল্লাহ আবু সায়ীদের মত গুণী ব্যক্তিদের। তাদের দেখে ও প্রচুর বই পড়ার মধ্য দিয়ে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরতে প্রস্তুত করেছেন বাপ্পী। ফেরদৌস বাপ্পী উপস্থাপক হিসেবে বিশেষভাবে দর্শক পরিচিতি পান বাংলাদেশ টেলিভিশনে্র সাধারণ জ্ঞান বিষয়ক ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে। বর্তমানে তিনি একাধিক টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার কাজে জড়িত আছেন। পাশাপাশি টেলিভিশন উপস্থাপকদের সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।
বাপ্পীর সাথে জমজমাট আড্ডা নিয়ে চিত্রালী হাজির হয়েছে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের ৩৬তম এপিসোডে।