Featuring: Mazhar Uddin Omi
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
‘আপনি পাগল না হলে জীবনে কিছু করতে পারবেন না!’ -মাজহার উদ্দিন অমি,
সাংবাদিক ও ধারাভাষ্যকার ক্রিকেটকে নিয়ে স্বপ্ন বুনেছেন, ক্রিকেটের প্রতি ‘পাগলামি’ আছে বলেই ভাগ্যের কাছে হার না মেনে মাঠকে আঁকড়ে ধরে আছেন সাংবাদিক ও ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি। সাংবাদিক হয়ে বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র-পত্রিকা তো বটেই, আতহার আলী খান ও শামীম আশরাফ চৌধুরীর মত ধারাভাষ্যকারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন অমি। যদিও শুরুটা তার হয়েছিল একজন ক্রিকেটার হিসেবে। মাত্র ১১ বছর বয়স থেকে পুরান ঢাকার অলিতে-গলিতে ক্রিকেট খেলতে খেলতে অমি পৌঁছেছিলেন অনূর্ধ্ব-১৫ এশিয়া কাপে। তার নেতৃত্বেই ২০০৩ সালে দুবাই যায় বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। মুশফিক- সাকিব- তামিমদের সাথে ক্রিকেট খেলতে খেলতে ভাগ্যের কাছে অমি সুযোগ হারান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার। ক্যারিয়ারে বাঁক নিলেও পরাজিত হননি। জীবনের খেলায় জিতে গিয়েছেন অমি। এদিকে চিত্রালীও রূপালি পর্দার বাউন্ডারি অতিক্রম করে এবার পৌঁছেছে স্টেডিয়ামে!
তাইতো, অমির সাথে জমজমাট আড্ডা নিয়ে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছে দর্শকদের সামনে। অমিকে নিয়ে আরও জানতে দেখতে হবে আড্ডার ৩৫তম এপিসোডের দ্বিতীয় পর্ব…