Featuring: Mazhar Uddin Omi
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
‘ক্রিকেটে আমাদের টার্গেট-ই ছোট!’ – মাজহার উদ্দিন অমি, সাংবাদিক ও ধারাভাষ্যকার ক্রিকেট। খেলাপ্রেমী মানুষের কাছে যা একটি আবেগের নাম। কিন্তু ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা অমিই কিনা ক্যারিয়ার হিসেবে ক্রিকেটকে বললেন ‘ভালনারেবল’! আরও প্রশ্ন তুললেন বাংলাদেশ ক্রিকেট টিমের টার্গেট ও বেঞ্চমার্ক নিয়ে! কিন্তু কেন?
নব্বইয়ের দশকের কথা। পুরান ঢাকার ছেলে অমি। অলিতে গলিতে ক্রিকেট খেলতে খেলতে ছেলেটা স্বপ্ন দেখে বড় ক্রিকেটার হওয়ার। কথায় আছে, যত স্বপ্ন যত সম্ভাবনা। ছেলে অমির স্বপ্নে ঠায় হয়ে দাঁড়ালেন তার বাবা। প্রাতিষ্ঠানিকভাবে শুরু হলো অমির ক্রিকেট খেলা। বয়সভিত্তিকের নানা ধাপ পার করতে করতে খুব দ্রুতই ২০০৩ সালে অমির নেতৃত্বেই দুবাইয়ে অনূর্ধ্ব-১৫ এশিয়া কাপ খেলতে যায় বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। যেখানে অমির সহ-অধিকায়ক হিসেবে ছিলেন ক্রিকেটার মুশিফকুর রহীম। এরপর ২০০৬ সালে তার সুযোগ ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলারও, যে দলে ব্যাট-বল হাতে লড়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। তবে কাঁধের হাড় ভেঙে থেমে যায় তার ক্রিকেটের ক্যারিয়ার। ক্রিকেট খেলার স্বপ্ন থেমে গেলেও মাঠে থাকার নেশা থামেনি অমির। সেই টানেই হলেন সাংবাদিক, এরপর ধারাভাষ্যকার হয়ে পৌঁছালেন কমেন্ট্রি বক্সে।
এদিকে রূপালি পর্দার বাউন্ডারি অতিক্রম করে চিত্রালীও এবার পৌঁছেছে স্টেডিয়ামে! তাইতো, অমির সাথে জমজমাট আড্ডা নিয়ে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের নতুন এপিসোড নিয়ে চিত্রালী হাজির হয়েছে দর্শকদের সামনে।