Featuring: Ahmed Khan Hirok Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa লেখকরা মূলত অন্যদের স্বপ্ন দেখায়… -আহমেদ খান হীরক, লেখক লেখকরা নিজের জগতে থাকা মানুষ। এর মধ্যেও শিল্পের প্রায় সব মাধ্যমে সমানতালে বিচরণ করে যাচ্ছেন হীরক। শিশুদের জন্য নির্মিত ‘টুমরো’ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা হোক, কিংবা নারী পাচারের কাহিনী নিয়ে ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘মেঘনা কন্যা’ সিনেমার চিত্রনাট্য লেখা, গল্পের ডিমান্ড অনুযায়ী শব্দ দিয়ে নিজেকে পরিবেশন করে আসছেন তিনি। বিনিময়ে নীরবেই গ্রহণ করছেন দর্শকদের ভালোবাসা। ‘সিসিমপুর’ থেকে স্ক্রিপ্ট লেখার যাত্রা শুরু করেন হীরক। এক যুগ ধরে লেখালেখির সাথে যুক্ত থেকে তিনি হয়ে উঠেছেন এসময়ের পাঠকদের অন্যতম প্রিয় লেখক। ‘যে কারণে আমি সাকিব আল হাসান হতে পারি নি’, ‘য পলায়তি স জীবতি’, ‘কী একটা অবস্থা’- সহ পাঠকদের অসংখ্য বই উপহার দিয়েছেন তিনি। এছাড়াও তার লেখা চিত্রনাট্যে উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘দেনা পাওনা’ ও ‘ভালোবাসার আলো-আঁধার’-এর মত দর্শকপ্রিয় নাটক। হীরককে নিয়ে আরও জানতে দেখতে হবে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের ৩৪তম এপিসোডের তৃতীয় পর্ব…
দীপিকার নাম ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায়
সম্প্রতি ‘দ্য শিফট’ নামের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বিশ্বের প্রভাবশালী ৯০ নারীর একটি তালিকা প্রকাশ করেছে।…