Featuring: Ahmed Khan Hirok
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
আশি-নব্বইয়ের দশকের নাটক- সিনেমা বেশি ভালো? নাকি এখনকার যুগের নাটক- সিনেমা? প্রশ্নটি নিয়ে অনেকেই দোটানায় থাকলেও, দোটানায় নেই এসময়ের পাঠকদের অন্যতম প্রিয় লেখক আহমেদ খান হীরক।
চাঁপাইনবাবগঞ্জের ছেলে হীরক। যিনি ছোটবেলা থেকেই চাইতেন লেখক হতে, এখনও দাবি করেন লেখক হওয়ার প্রচেষ্টাতেই আছেন তিনি। তার দাবি যাই হোক না কেন- এই যুগে যে কয়জন কথাশিল্পীকে পাঠক সাদরে গ্রহণ করেছেন তাদের মাঝে আহমেদ খান হীরক অগ্রসর একটি নাম। ‘সিসিমপুর’ থেকে স্ক্রিপ্ট লেখার যাত্রা শুরু করেন তিনি। এরপর আর থেমে থাকেননি। এক যুগের লেখালেখির জীবনে তার বিচরণ নাটক, সিনেমার স্ক্রিপ্ট, রম্য, ছোটগল্প, উপন্যাস সহ- প্রায় সর্বত্র। ‘মেঘনা কন্যা’ সিনেমার চিত্রনাট্য থেকে শুরু করে তিনি লিখেছেন ‘দেনা পাওনা’, ‘ভালোবাসার আলো-আঁধার’-এর মত দর্শকপ্রিয় নাটকের চিত্রনাট্য। হীরকের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে অন্যতম- যে কারণে আমি সাকিব আল হাসান হতে পারি নি (২০১৭, রম্য সংকলন), য পলায়তি স জীবতি (২০২০, গল্প সংকলন), কী একটা অবস্থা (২০২২, রম্য সংকলন), একটা রোদের গল্প (২০২৩, গল্প সংকলন), জাফির অ্যাডভেঞ্চার (২০২৩, কিশোর উপন্যাস) ইত্যাদি।
ক্যামেরার পেছনে থেকে চুপচাপ কাজ উপভোগ করতে পছন্দ করা হীরক এ সপ্তাহে দেখা দিলেন ক্যামেরার সামনে, চিত্রালীর সাথে আড্ডা দিতে। হীরকের সাথে বিনোদন জগতের সমসাময়িক নানান বিষয়ে গল্প-আড্ডায় মেতে উঠতে দেখতে হবে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের ৩৪তম পর্ব…