Featuring: Saikat Salahuddin
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
আলোচনায় দেশীয় সিনেমা, আলোচনায় সিনেমার জোয়ার। বিগত কয়েক বছর ধরে সিনেপ্রেমীদের চলচ্চিত্র নিয়ে চিন্তাভাবনায় আমূল পরিবর্তন আসা শুরু করলেও চলচ্চিত্রের সোনালী যুগের সাক্ষী যিনি, চিত্রালীতে আড্ডা দিতে এসে তিনিই কিনা বললেন ‘সিনেমার জোয়ার আসেনি’। আবার হিন্দি সিনেমা আমদানি নিয়ে শত ঝুট-ঝামেলার মাঝেও সেসব সিনেমা আসার প্রক্রিয়ার বৈধতার পক্ষেই কথা বললেন তিনি। দেশীয় সিনেমা হোক কিংবা বিদেশি, চলচ্চিত্র ও মিডিয়ার খুঁটিনাটি নানান বিষয় নিয়ে কথা বলতে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের ঈদ স্পেশাল পর্বে যিনি হাজির হয়েছেন, তিনি হলেন সৈকত সালাহউদ্দিন। চিত্রনায়িকা ববিতা, রোজিনা, অঞ্জনা থেকে শুরু করে স্বপ্নের নায়ক সালমান শাহ, শাবনূর ও মৌসুমির মত কালজয়ী শিল্পীদের ক্যারিয়ার গড়ে উঠেছে সৈকতের সাথেই। নিজেকে কেবল একজন মিডিয়াকর্মী হিসেবে পরিচয় দিলেও তিনি একাধারে একজন সাংবাদিক, উপস্থাপক ও সিনেমা বিপণনকর্মী। টেলিভিশনের দর্শকদের তিনি ‘মুভি বাজার’ ও ‘বিহাইন্ড দ্য স্টোরি’-র মত তুমুল জনপ্রিয় অনুষ্ঠানও উপহার দিয়েছেন।
আনন্দভুবনের যুগ থেকে ভিউ বাণিজ্যের যুগ পর্যন্ত বিনোদন জগতের খুঁটিনাটি জানতে দেখতে হবে চিত্রালীর আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের ঈদ স্পেশাল এপিসোড…