Featuring: Farhin Khan Joyita
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
বিভিন্ন আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিতা হক ও খালেদ খানকে যতটা সরবভাবে দেখা গেছে, নিজস্ব ফ্যানবেজ থাকা সত্ত্বেও পর্দায় খুব একটা দেখা যায় না জয়িতাকে। ক্যামেরার সামনে তার অনুপস্থিতি নিয়ে চিত্রালীর সাথে আড্ডায় কি বললেন এই শিল্পী?
📍 ফারহিন খান জয়িতা। একজন রবীন্দ্রসংগীত শিল্পী। যার মা কিন্তু স্বনামধন্য শিল্পী মিতা হক এবং বাবা খালেদ খান দেশের বরেণ্য একজন অভিনেতা। তবে কিংবদন্তি বাবা-মায়ের পরিচয়ে নয়, দেশের সংগীতজগতে নিজের আসনটি জয়িতা স্থায়ী করেছেন নিজ গুণেই! জয়িতা এখন পর্যন্ত চারটি অ্যালবাম প্রকাশ করেছেন। ‘বাধঁন ছেঁড়ার গান’, ‘দুঃখ জাগানিয়া’ ও ‘শুধু রবীন্দ্রনাথ’ বের হয় কলকাতার ভাবনা রেকর্ডস থেকে। ২০১৭ সালে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছিল জয়িতার ‘কত মধুসমীরে’ যা বাংলাদেশে প্রকাশিত তার প্রথম অ্যালবাম। ‘ফুল ফুটেছে ওই বনে’ শিরোনামের একটি আইটেম গানেও কণ্ঠ দিয়েছেন ফারহিন খান জয়িতা। এরপর প্রায় তিন বছরের বিরতি শেষে তিনি ফিরেছেন মঞ্চে, নিজের সুরে কবি গুরুর বন্দনা নিয়ে। বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন ১৭ মে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘টেগোরস টেলস’ শিরোনামে ফারহিন খান জয়িতা অ্যান্ড হার ব্যান্ড রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন নিয়ে। সেখানেই শেষ নয় সামনে আসছে শিল্পী আরও কিছু সংগীত সন্ধ্যার আয়োজন।
আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানে এ সপ্তাহে আড্ডা দিতে এসেছেন রবীন্দ্রসংগীত শিল্পী ফারহিন খান জয়িতা। আড্ডায় আড্ডায় জানবো শিল্পী মিতা হকের কন্যা থেকে আজকেই জয়িতা হয়ে ওঠার গল্প….