Featuring: Joy Shahriar Concept,
Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
📍 জয় শাহরিয়ার। সম্প্রতি প্রকাশিত হয়েছে নচিকেতার সাথে তার প্রথম দ্বৈত গান ‘আরেকটিবার বাঁচো’। সংগীতশিল্পীর ভালো নাম কাজী মুয়েদ শাহরিয়ার শিরাজ জয় হলেও নিজের ডাকনাম জয় ও মা শাহরিয়ার আক্তারের শাহরিয়ার মিলিয়ে নিজের স্টেজ নাম ‘জয় শাহরিয়ার’ হিসেবেই পরিচিতি পান। তিনি একাধারে একজন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও প্রকাশক।
তার গানের যাত্রা শুরু হয় মাত্র চার বছর বয়সে সুরজামুখী শিশুসংগঠনের সাথে। এরপর আর থেমে থাকেননি। নিজের রেকর্ডিং স্টুডিও- আজব রেকর্ডস থেকে প্রকাশ করেছেন সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, বাপ্পা মজুমদারের মত শিল্পীদের জন্য। এমনকি যেই শিল্পী নিজের লেখা গানের বাইরে একটা সময় অন্য কারো কথা ও সুরে কণ্ঠ দিতেন না, সেই নচিকেতা চক্রবর্তী প্রথমবারেই জয় শাহরিয়ারের গানে কণ্ঠ দিতে রাজি হয়ে যান।
চিত্রালীর এবারের আড্ডায় থাকছে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের ক্যারিয়ারের এপার- ওপারের গল্প।