Featuring: Mehzad Ghalib
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
কান চলচ্চিত্র উৎসব কি আসলেই ভাঁড়ামির জায়গায় পরিণত হয়েছে? বাংলাদেশের চ্যানেলগুলো থেকে প্রামাণ্য চলচ্চিত্রগুলো কি সত্যিই পাচ্ছে না যথাযথ মর্যাদা? কেনইবা তারকাদের সাথে সাধারণ মানুষের থাকতে হয় একটু দূরত্ব? দর্শকদের সব প্রশ্নের উত্তর দিতেই এ সপ্তাহে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানে হাজির হয়েছেন নির্মাতা মেহজাদ গালিব।
মেহজাদ একজন স্বাধীন ধারার চলচ্চিত্র কর্মী ও নির্মাতা। তিনি বিকল্প ধারার চলচ্চিত্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় ষোল মিটার প্রজেক্টর কাঁধে নিয়ে চষে বেড়িয়েছেন গ্রাম-গঞ্জে। বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা রেবেকাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তাকে নিয়েই নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র- ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’। যিনি প্রশ্নের উত্তর খুঁজে বেড়িয়েছেন উপমহাদেশের বর্ষীয়ান অভিনয়শিল্পী অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবা শর্মিলা ঠাকুরের মত কালজয়ী তারকাদের থেকে, তিনি-ই এবার আড্ডা দিলেন চিত্রালীর সাথে।
আড্ডায় আড্ডায় আজ জানবো বহুমুখী প্রতিভার অধিকারী এ চলচ্চিত্র কর্মীর মেহজাদ গালিবের দীর্ঘ ক্যারিয়ারের এপার- ওপারের গল্প।