তিক্ততা ভুলে কার্তিক আরিয়ানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিলেন করণ জোহর। শুরু কার্তিকই নয় দীর্ঘ দিন পর একতা কাপুরের সাথেও এক সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। ২২ নভেম্বর কার্তিকের জন্মদিনে উপহার হিসেবে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন ছবির ঘোষণা করেন করণ।
ছবির ঘোষণা করে করণ লেখেন, “বিশেষ দিন কিছু বিশেষ খবর নিয়ে দিয়ে শুরু করছি!! ২০২৫ সালের ১৫ অগস্ট সিনেমা হলে আসতে চলা এই সিনেমার জন্য আমরা মুখ্য চরিত্রে নিয়েছি সর্বোচ্চ প্রতিভাবান কার্তিক আরিয়ানকে। এই ঘোষণা করতে পেরে আমি ভীষণ আনন্দিত। কার্তিক, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের এই একসঙ্গে পথচলা যেন আরও শক্তিশালী হয় এবং কখনই বড় পর্দায় জাদু তৈরি করা বন্ধ করো না।”
নাম ঠিক না হওয়া সিনেমাটি প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন ও বালাজি টেলিফিল্মস এবং পরিচালনা থাকবেন সন্দীপ মোদী। ২০২৫ সালে ১৫ আগস্ট মুক্তির আশায় থাকা সিনেমাটিতে কার্তিক আরিয়ানের পাশাপাশি আর কাকে দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে করণ জোহর আর কার্তিক আরিয়ানের ঝামেলা নিয়ে কম চর্চা হয়নি। জানা যায়, সিনেমার পারিশ্রমিক নিয়ে কিছু ঝামেলার কারণে ‘দোস্তানা-২’ থেকে বাদ পড়েছিলেন কার্তিক আরিয়ান।