‘মি. কুইন’ শীর্ষক কোরীয় সিরিজের জন্য রাজা- রানী সেজেছেন তারকা দম্পতি মুমতাহিনা চৌধুরী টয়া ও সৈয়দ জামান শাওন। তবে অভিনয়শিল্পী হিসেবে নয়, কণ্ঠশিল্পী হয়ে এই বেশভূষায় দেখা দিয়েছেন তারা।
নেটফ্লিক্সের জনপ্রিয় কোরীয় এই সিরিজটি চলতি মাসেই বাংলা ভাষায় বায়োস্কোপ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। এতেই কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন শাওন-টয়া।
জানা গেছে, তিন মাস ধরে ডাবিং করেছেন টয়া। সিরিজে ডাবিং করা প্রসঙ্গে অভিনেত্রী জানান, “প্রথমবার নিজের কনটেন্টের বাইরে ডাবিং করছি। কোরীয় সিরিজ ভীষণ পছন্দের। অনেক দেখি। এই সিরিজটাও আমার খুব পছন্দের।”
টয়া আরও যোগ করেন, “প্রায় বছরখানেক আগে একদিন বাসায় সিরিজটি দেখছিলাম, সেদিনই আমার কাছে ফোন আসে এবং প্রস্তাব দেওয়া হয় এই সিরিজের বাংলা ডাবিংয়ের। বলল, এটা আপনাকে নিয়ে করতে চাই। কাকতালীয় ঘটনাও বলতে পারেন। আমার ভালো লেগেছে। কারণ সিরিজের প্রধান চরিত্র আমার মতোই। আমি যে ধরনের চরিত্রে অভিনয় করতে মজা পাই, এটা তেমনই।”
‘মি. কুইন’ একটি পৌরাণিক গল্পে নির্মিত সিরিজ। এখানে রানীর চরিত্রে কণ্ঠ দিয়েছেন টয়া। তার চরিত্রের নাম কিম সো। অপরদিকে, টয়ার স্বামী অভিনেতা শাওন কণ্ঠ দিয়েছেন রাজা চরিত্রে। তার চরিত্রের নাম ছিওল জং। শাওন-টয়া ছাড়াও এতে আরও কন্ঠ দিয়েছেন এ কে আজাদ সেতু ও শাহনাজ সুমী।
উল্লেখ্য যে, নেটফ্লিক্সে ‘মি. কুইন’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে।