‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন শিশুশিল্পী ফারজিনা আক্তার। সুনামগঞ্জ জেলার তাহিরপুরের আবু সায়েমের এই কন্যার ইচ্ছা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অর্থ দিয়ে বাড়ি বানাবেন সে।
সম্প্রতি সাংবাদিকদের সাথে কথা বলার সময় ফারজিনা বলে, “পুরস্কার নিতেই তো ঢাকাত আইছি। আমাদের টাকাও দেবে। সেই টাকা দিয়ে বাড়ি বানাব। আমাদের কোনো বাড়ি নেই।”
কিন্তু ছোট এক শিশু পুরস্কারের অর্থ দিয়ে কেন বানাতে চায় বাড়ি? এতো ছোট বয়সে চকলেট বা আইসক্রিমের কথা মাথায় না এসে তার মাথায় কেন এলো বাড়ি বানানোর কথা?
জানা গেছে, নিম্নবিত্ত এক পরিবারের সন্তান ফারজিনা। তার বাবা পেশায় একজন কৃষক। অভাবের কারণে এক সময় নিজেদের বাড়িটিও বিক্রি করে দিতে হয়েছে। বাড়ি বিক্রি করে দেওয়ার পর থেকে নানাবাড়িতেই থাকে তারা।
‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখতে সিনেমাটির পরিচালক মুহাম্মদ কাইউম টাঙ্গুয়ার হাওড় এলাকায় গেলে একটি বাড়ি শুটিংয়ের জন্য পছন্দ হয় তার। সেই বাড়িটিই ছিল ফারজিনাদের। বাড়ির পাশাপাশি ফারজিনাকে দেখেও পরিচালকের শিশু চরিত্রে অভিনয়ের জন্য পছন্দ হয়।
প্রসঙ্গত, শুটিংয়ের সময় ফারজিনার বয়স ছিল মাত্র চার বছর। বুঝিয়ে দিলে তখন সে করতে পারতো অভিনয়। যদিও মানুষের সামনে লজ্জা লাগায় তাকে রাজি করতে বেগ পেতে হতো।
পরিচালক কাইয়ুম ২০০০ সালের দিকে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন। তবে অর্থায়নের জন্য কোনো প্রযোজক না পাওয়ায় কয়েক বছর পর ২০১৭ সালে এর প্রাক-প্রযোজনা শুরু হয়। ছবিটির চিত্রগ্রহণের কাজ হয়েছে বাংলাদেশের বৃহত্তম হাওড়াঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলায়। এই ছবির চিত্রধারণ ২০১৯ থেকে তিন বছরের জন্য হয়েছিল।
সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ ও উজ্জ্বল কবির হিমু। তাছাড়াও আরও আছেন আবুল কালাম আজাদ, সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদ, মাহমুদ আলম প্রমুখ।