১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউডের সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। একসাথে সিনেমাটি বাংলাদেশে মুক্তির কথা থাকলেও ছাড়পত্র না পাওয়ায় এর মুক্তি পিছিয়ে গেছে। কিন্তু মুক্তি আটকে গেলেও আটকে যায়নি ভাইজানের ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
ঢাকা ও চট্টগ্রামে হয়ে গেলো ‘সালমান খান ফ্যানস অব বাংলাদেশ’-এর মিলনমেলা। এর মাধ্যমে যেন বহিঃপ্রকাশ হলো ‘টাইগার থ্রি’ নিয়ে সালমানের বাংলাদেশি ভক্তদের তুমুল উন্মাদনা। ১০ নভেম্বর রাজধানীর সনি স্কয়ারের সামনে একত্রিত হন অর্ধশত সালমানভক্ত। রাজধানী ছাড়াও চট্টগ্রামের জিইসি মোড়ের সামনে একত্রিত হয়েছিল আরও প্রায় অর্ধশত ভক্তরা।
বাংলাদেশে ‘টাইগার থ্রি’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত এই মিলনমেলায় ভক্তদের মাঝে কথা হয়েছে ছবিটির ফার্স্ট ডে ফার্স্ট শো নিয়ে। কি আয়োজন করা যায়? কিংবা, কিভাবে স্মরণীয় করে রাখা যায় ‘টাইগার থ্রি’ মুক্তির দিনটি? এই বিষয়েই আলোচনা করেছেন তারা। ব্যানার, ফেস্টুন টানানো ছাড়াও একই ধরনের টি-শার্ট গায়ে কেক কাটার মত পদক্ষেপ তারা হাতে নিতে চাচ্ছেন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর ‘টাইগার থ্রি’ বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটির আমদানিকারী প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন এই তথ্য। সাফটা চুক্তির আওতায় ৩১ অক্টোবর ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়া হয়। আবেদনটি জমা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া।
মুক্তির অনুমতি এখনো পাওয়া না গেলেও সম্ভাব্য তারিখ জানা গেছে, যা হলো ১৭ নভেম্বর। মুক্তি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ হলেও উচ্ছ্বাস ও উদ্যোমের দিক থেকে পিছিয়ে নেই সালমানের দেশী ভক্তরা। এবার দেখার পালা তারিখ নিশ্চিত হলে ভক্তরা আর কি কি পদক্ষেপ হাতে নিয়ে প্রিয় তারকার সিনেমার জন্য আনন্দ উদযাপন করেন।