কলকাতার ‘মহানায়ক’ পুরস্কার অর্জনের পর এবার অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব বড় পর্দায় দেখা দিবেন মহানায়ক উত্তম কুমার চরিত্রে। এর জন্য ওপার বাংলার কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমার স্বত্ব কিনছেন স্বয়ং এই নায়ক। তবে স্বত্ব কিনলেও এখনই নির্মাণ হচ্ছে না ছবিটি।
এর আগে জানা গিয়েছিল সত্যজিতের ‘নায়ক’ সিনেমার মতই নির্মিত হবে আরেকটি সিনেমা। ছবিটিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করার বিষয়েও দেবের নাম উঠে এসেছিল। এই ব্যাপারটিই এবার নিশ্চিত হওয়া গেলো দেবের কাছ থেকেই।
ভারতীয় বাংলা গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব জানান, “এই ব্যাপারে সবে কথা হয়েছে আমার বাবুদার (সন্দীপ রায়) সঙ্গে। এখনওই রাইটস কেনা হয়নি।” অভিনেতা আরও যোগ করেন, “আমার বাবুদার প্রতি বিশ্বাস রয়েছে। আর আমাকে তো ভবিষ্যতের কথাও ভাবতে হচ্ছে। যেগুলো সব পরপর কাজ করব। আজকের দিনে নায়ক যদি হয় তাদের গল্পটা কেমন হবে সেটা তুলে ধরব। সত্যজিৎ রায়ের নায়ক তখনকার দিনের সুপারস্টারের গল্প ছিল। তাদের সিকিউরিটি ইনসিকিউরিটির বিষয়গুলো তুলে ধরা হয়েছিল।”
অর্থাৎ, নতুন আঙ্গিকে সমসাময়িক কাহিনী নিয়ে নির্মাণ করা হবে ‘নায়ক’ সিনেমাটি। এর জন্য দীর্ঘকালীন পরিকল্পনা করে আগানো হবে। দেবের ভাষ্যমতে, “আজকের দিনে একজন অভিনেতার জীবনের ওঠাপড়া পর্দায় উঠে আসবে। এখন অনেককিছু বদলে গিয়েছে চারপাশে। হয়তো দুই-তিন বছর লাগবে।”
সম্প্রতি দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ও ‘বাঘা যতীন’-এর মত চলচ্চিত্রগুলো অভিনেতা হিসেবে তাকে ভিন্নভাবে পর্দায় হাজির করতে সক্ষম হয়েছে। ‘মন মানে না’ কিংবা ‘পাগলু’ সিনেমার ইমেজ থেকে বের হয়ে নতুন ইমেজের দেবকে দর্শকরাও সানন্দে গ্রহণ করেছেন।
এবার ‘নায়ক’ সিনেমার স্বত্ব কেনার খবরে উত্তম কুমার রূপে পর্দায় অভিনেতাকে দেখার জন্য দর্শকদের উত্তেজনার পারদ যেন আরও বেড়ে গেলো।