১০ নভেম্বর ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ অনুষ্ঠানে ঢাকার মঞ্চ মাতাতে আসছেন নচিকেতা। তার সংগীত জীবনের ত্রিশ বছর উদযাপনে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি কমপ্লেক্সে)-য়ে আয়োজিত এই কনসার্টে আরও থাকবেন শিল্পী জয় শাহরিয়ার।
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশ পায় ১৯৯৩ সালে। এরপর দীর্ঘ ত্রিশ বছর নিজের কথা, সুর ও গানে মুগ্ধ করে চলেছেন তার শ্রোতাদের।
এরই মধ্যে নিজের সংগীত জীবনের এই দীর্ঘ পথ চলা কলকাতায় উদযাপন করেছেন ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। তার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের ভক্ত- অনুরাগীদের জন্য ঢাকায় আসছেন নচিকেতা। আয়োজিত কনসার্টের পার্টনার হিসেবে থাকছে টফি, গো জায়ান ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।