পাঁচ বছর পুরাতন একটি মামলায় বলিউড অভিনেতা দলীপ তাহিলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৬৫ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ হলো গাড়ি চালিয়ে একটি অটোরিকশায় ধাক্কা মেরে একজন নারীকে আহত করার।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ২০১৮ সালে ঘটে ঘটনাটি। ম’দ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন স্বয়ং তাহিল। অভিনেতার গাড়ি অটোরিকশায় ধাক্কা মারলে এক নারী গুরুতর আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাহিলের বিরুদ্ধে মামলা করা হয়। সেই সময় অভিনেতাকে মুম্বাই পুলিশ কর্তৃক গ্রেপ্তারও করা হয়। পরে তাকে জামিন দেয়া হলেও মামলাটি চলতে থাকে। ঐ মামলারই রায় ঘোষণা করা হলো ২২ অক্টোবর।
ভারতীয় দণ্ডবিধির আওতায় তাহিলের বিরুদ্ধে অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত করার অভিযোগে এবং মোটর যান আইনের আওতায় অ্যালকোহল পান করে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এবার সাজাস্বরূপ তার দুই মাসের কারাদণ্ডাদেশ এলো।
প্রসঙ্গত, বলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা দলীপ তাহিল। তাকে বেশি দেখা গেছে খলনায়ক হিসেবে। ‘বাজিগর’ ও ‘কহো না পেয়ার হ্যায়’-এর মত তুমুল জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা আছে তার।