এবারের ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসবের আসরে বসেছিল চাঁদের হাট। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন ভারতের চলচ্চিত্র জগতের অনেকেই। যাদের মাঝে অন্যতম আলিয়া ভাট, কৃতী শ্যানন, আল্লু অর্জুন, এস এস রাজামৌলি, এম এম কিরাবাণীসহ প্রমুখ।
তবে এবার ‘পুষ্পা- দ্যা রাইজ’ সিনেমার জন্য প্রথম সেরা অভিনেতার পুরস্কার পেয়ে ইতিহাস গড়লেন আল্লু আরজুন। অতীতে তেলেগু সিনেমা সেরার সম্মান পেলেও, কোনও অভিনেতা সেরার খেতার জয় করতে পারেননি। এই আসরে আগের সকল সমীকরণই বদলে দিলেন দক্ষিনে চকলেট বয় আল্লু আরজুন।
২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘পুষ্পা-দ্য রাইজ’ যে দর্শক মনে কোন পর্যায়ে জনপ্রিয়তা লাভ করেছিল, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আট থেকে আশি, সকলেই এই ছবির হুক স্টেপে তাল মিলিয়েছেন। সকলের মনে তবে থেকে থেকেই একটা প্রশ্ন বার বার উঠে এসেছে, কবে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ছবি। মৈত্রী মুভি মেকার তাদের সোশ্যাল মিডিয়া একাঊণ্টে এরই মধ্যে জানিয়েছে, ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা- দ্য রুল’।
এদিকে প্রথমবারের মতন জাতীয় পুরস্কার পেলেন বলি অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ আর ‘মিমি’ সিনেমার জন্য যৌথভাবে সেরার খেতাব জয় করল আলিয়া ভাট ও কৃতি শ্যানন।
১৯৫৮ সালে প্রথম প্রদান করা হয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরবর্তীকালে ১৯৭৪ সাল থেকে ভারতীয় চলচ্চিত্র অধিদপ্তর কর্তৃক, ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রকে সম্মাননা প্রদানের লক্ষ্যে বিভিন্ন ভাষার জন্য আলাদা পুরস্কার প্রদান শুরু করে।