অমিতাভ বচ্চনকে গুজরাটে আসার আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘গুজরাট ট্যুরিজ্ম’ এর মুখপাত্র অমিতাভ বচ্চনকে টুইটের মাধ্যমে এ আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী।
১২ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত গৌরীকুণ্ডে প্রার্থনা করতে গিয়েছিলেন। শিবের আবাসস্থল হিসেবে পরিচিত আদি কৈলাসের দর্শন করে নিজের যাত্রা শুরু করেন মোদি। তিনি আদিকৈলাসের চূড়ার দিকে তাকিয়ে হাত জোড় করে ধ্যানও করেন। জোলিংকংয়ের পার্বতীকুণ্ডের পাশে অবস্থিত শিব পার্বতী মন্দিরে তিনি পূজাও করেন। সামাজিক মাধ্যম ব্যবহার করে পবিত্র স্থানটি দর্শন করার মুহূর্তগুলো শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করলে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
প্রধানমন্ত্রীর শেয়ার করা ছবি ১৫ অক্টোবর রাত ১ টা ১৪ মিনিটে নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে অনুরাগীদের সাথে শেয়ার করেন ‘বিগ বি’। টুইটটিতে অভিনেতা লেখেন,ব্যক্তিগতভাবে কৈলাস পর্বত দর্শনের ইচ্ছা থাকলেও তা তার পক্ষে অসম্ভব।
টুইটটির জবাবে নরেন্দ্র মোদি গুজরাটের কচ্ছে অনুষ্ঠিত ‘রণ উৎসব’-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান অমিতাভ বচ্চনকে। নরেন্দ্র মোদির উদ্যোগে গুজরাটে নির্মিত স্ট্যাচু অব ইউনিটি (ঐক্যের মূর্তি) দেখার জন্যও বলিউডের ‘শাহেনশাহ’কে আমন্ত্রণ জানান রাজনীতিবিদ।
২০১২ সালে যখন নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন প্রদেশটির ট্যুরিজ্মের জন্য মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন। বলিউডের এই কালজয়ী অভিনেতা ১১ অক্টোবর নিজের ৮১তম জন্মদিন উদযাপন করেছেন।