ঢাকার নির্দয় যানজট থেকে রেহাই পেলো না অভিনেত্রী নুসরাত ফারিয়াও। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য দেরি হয়ে যাওয়ায় বাইকে চেপে ভেন্যুতে পৌঁছান অভিনেত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। ছবিটির স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয় ১২ অক্টোবর এসকেএস টাওয়ারে। সেখানেই সময়মতো পৌঁছানোর জন্য নিজস্ব গাড়ি ছেড়ে মোটরসাইকেল ভাড়া করার সিদ্ধান্ত নেন এই চিত্রনায়িকা। সিদ্ধান্তটির সুফলও পেয়েছিলেন তিনি। কারণ ৩০ মিনিটের মধ্যেই সেদিন তিনি পৌঁছাতে সক্ষম হয়েছিলেন ভেন্যুতে।
বাইকে চড়ে মাথায় একটি স্কার্ফ দিয়ে মুখ ঢেকে ভেন্যুর পথে যাত্রা করেছেন ফারিয়া। অভিনেত্রী বিষয়টি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে স্টোরি পোস্ট করে শেয়ারও করেছিলেন তার শুভাকাঙ্ক্ষীদের সাথে। যদিও পরবর্তীতে তিনি সেই স্টোরি ডিলিট করে দিয়েছেন।
ফারিয়া তার অভিনীত সিনেমাটির প্রিমিয়ারের জন্য নাবিলা বুটিকস দ্বারা ডিজাইন করা একটি হালকা গোলাপী শাড়ি পরেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই লুকের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।
উল্লেখ্য যে, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর তাদের বড় মেয়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং ছোট মেয়ে শেখ রেহানার চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।