১৯৭৪ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ।‘শ্যানেল’ ঘড়ি ও ইতালির বিখ্যাত জুতার কোম্পানি ‘জিওক্স’ এর মুখপাত্র এ অভিনেত্রী গণমাধ্যমে জানান, বৃষ রাশির হওয়ার কারণে ফ্যাশনে আরামের সাথে সৌন্দর্যকেও প্রাধান্য দেন তিনি । অভিনেত্রীর ভাষ্যমতে, তার রাশির একটা প্রভাব তার ফ্যাশনের মাধ্যমে ফুটে উঠে।
অস্কারের ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে
একাডেমি অ্যাওয়ার্ডস আসন্ন অস্কারের ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । পাঁচ দিনের এই সময়কালে ভোটের মাধ্যমে আগামী…