সাবস্ক্রিপশনের দিক দিয়ে টি সিরিজকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে মারলেন জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন বা মিস্টার বিস্ট।
৫ আগস্ট এক টুইটের মাধ্যমে কথাটি জানান জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর।
সাবস্ক্রাইবারের দিক দিয়ে টি সিরিজের পরে থাকলেও একক কন্ট্রিবিউটর হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল পরিচালনা করেন জিমি।
মুম্বাইয়ের প্রযোজনা সংস্থা টি সিরিজ সাবস্ক্রিপশনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল চালায়। চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৪৭ মিলিয়ন। আর তার পিছেই ১৭৪ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইউটিউব চ্যানেলের স্থান দখল করে আছে জিমির চ্যানেল মিস্টার বিস্ট।
কিন্তু কেন এ চ্যালেঞ্জ ছুড়লেন মার্কিন এই কন্টেন্ট ক্রিয়েটর?
গণমাধ্যমের বরাতে জানা যায়, সুইডিশ ইউটিউবার পিউডিপাইয়ের পক্ষ থেকে নতুন করে এ লড়াই করতে চাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালে বলিউড ও সুইডিশ ফ্যানদের মাঝে তুমল দ্বন্দ্বের পরে পিউডিপাইকে সরিয়ে সাবস্ক্রিপশনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের স্থান দখল করে নেয় টি সিরিজ। ব্যাপক আলোচিত সেই লড়াইয়ে পিউডিপাইয়ের পাশে মার্ক প্লিয়ার, লোগান পলের মত ইউটিউবাররা ও এসে দাঁড়ায়।
টি সিরিজকে টপকে বিশ্বের সবচেয়ে বড় সাবস্ক্রিপশনের চ্যানেল হতে পারবে কি মিস্টার বিস্ট? এই প্রশ্নের উত্তর খোঁজার অপেক্ষায় রয়েছে জিমির হাজারো শুভাকাঙ্ক্ষী।