‘জাওয়ান’ সিনেমার তান্ডব চলছে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে। সবার মুখে শোনা যাচ্ছে এই সিনেমারই গান। এবার অভিনেতা শাহরুখ খানের সিনেমাটির প্রশংসা করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিল। সাথে জানালেন একটি সুসংবাদ!
বলিউডের সিনেমাটির মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দরকে ঢালিউডের ‘নেত্রী’ সিনেমার মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করানোর ইচ্ছা পোষণ করেছেন জলিল।
সম্প্রতি ‘দিন-দ্যা ডে’ খ্যাত এই তারকা হাজির হন রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তির অনুষ্ঠানে। সেখানেই গণমাধ্যমে তিনি জানান, ‘জাওয়ান’ সিনেমাটি দেখেছেন তিনি। বাংলাদেশে এখনো এমন বিগ বাজেটের সিনেমা বানানো সম্ভব নয়। নিজেকে ক্ষুদ্র বলে সম্বোধন করে তিনি বলেন, এই ছবি নিয়ে কি বলবেন ভেবে পাচ্ছেন না তিনি। তার দারুণ লেগেছে সিনেমার মেকিং থেকে শুরু করে এখানের সব অভিনয়শিল্পীদের অভিনয়।
কিন্তু আলাদাভাবে ‘জাওয়ান’-এর গানের প্রশংসা করেছেন জলিল। একটি সিনেমায় গান যে কত গুরুত্বপূর্ণ তা ছবিটি দেখে আবারও উপলব্ধি করেছেন তিনি। এর পরপরই তিনি জানান, শাহরুখের সিনেমা দেখার পর ঢালিউডের ‘নেত্রী’ সিনেমার মিউজিকের দিকটি নিয়ে নতুন করে ভাবছেন তিনি। দর্শকদের সুন্দর কিছু গান ও সুর উপহার দেওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, যিনি ‘জাওয়ান’-এর মিউজিক ডিরেক্টর ছিলেন তাকে দিয়েই নিজেদের সিনেমা ‘নেত্রী’-র মিউজিক ডিরেক্টরের কাজ করানোর ইচ্ছা রয়েছে তার।
যদি সত্যিই অনিরুদ্ধকে দিয়ে মিউজিকের কাজ করানো সম্ভব হয় তাহলে চমৎকার ব্যাপার ঘটবে বলেই ধারণা করছেন দর্শকরা।