‘জাওয়ান’ সিনেমার বক্স অফিসের ঝড় তোলার খবর তো ইতিমধ্যে সবার জানা। বক্স অফিসে বাজিমাতের পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও বাজিমাত করলো শাহরুখ খানের সিনেমা। কারণ হিন্দি সিনেমার ইতিহাসের রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে সিনেমাটির ওটিটি স্বত্ব!
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের পর্দায় নভেম্বর মাস থেকেই দেখা যাবে ‘জাওয়ান’। ছবিটি মুক্তির আগ থেকেই বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম লড়াই করছিলো এই ছবির ওটিটি স্বত্ব কেনার জন্য। শেষ পর্যন্ত জয়লাভ করেছে নেটফ্লিক্স!
বর্তমানে বেশির ভাগ সিনেমার ক্ষেত্রেই দেখা যায় রিলিজ পাওয়ার আগেই ওটিটি প্ল্যাটফর্মের সাথে চুক্তি হয়ে যায় ছবিটি নিয়ে। তবে ‘জাওয়ান’ দল খুবই স্মার্টলি কাজ করেছেন এই ব্যাপারে। তারা সিনেমা নিয়ে আত্মবিশ্বাসী থাকায় মুভি রিলিজের আগেই কোনো চুক্তিতে যায়নি। মুক্তি পাওয়ার পর যখন বক্স অফিসের একের পর এক রেকর্ড ভাঙছে ‘জাওয়ান’, তখন তারা ছক্কা হাঁকালেন ওটিটির ময়দানেও।
নেটফ্লিক্স নাকি ২৫০ কোটি রুপিতে এই সিনেমার ওটিটি স্বত্ব কিনে নিয়েছে। বাংলাদেশি টাকার অংকে যে হিসাব দাঁড়ায় প্রায় ৩৩০ কোটি। বলিউডের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ মূল্যে কোনো সিনেমা বিক্রি হওয়ার রেকর্ড। আর ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ডের তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। এর আগে ‘কেজিএফ ২’ সিনেমা অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্ম কিনেছিল ৩২০ কোটি রুপিতে।
উল্লেখ্য যে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বক্স অফিসে ‘জাওয়ান’ সিনেমা ৬ দিনের আয় ছাড়িয়ে গেছে ৬০০ কোটি রুপিরও বেশি।