আমেরিকাতে তিনটি চলচ্চিত্রে হাজির হতে যাচ্ছেন আনিসুর রহমান মিলন।
এর মধ্যে রয়েছে আসিফ আকবরের পরিচালিত ‘এমআর নাইন: ডু অর ডাই’ এবং ‘বোনইয়ার্ড’ নামক দুইটি চলচ্চিত্র। এছাড়াও রনি ভৌমিকের পরিচালিত ‘ফ্ল্যাশ ইট’-এও অভিনয় করতে যাচ্ছেন তিনি।
ছবিগুলোতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের সাথে দেখা যাবে মিলনকে। ‘ফ্ল্যাশ ইট’ এর মাধ্যমে অভিনেতাকে যেমন কলম্বিয়ান অভিনেত্রী জিমেনা এরিকার বিপরীতে বড় পর্দায় দেখা যাবে ঠিক তেমনি ‘বোনইয়ার্ড’ চলচ্চিত্রে ‘ব্রেভহার্ট’ খ্যাত তারকা মেল গিবসনের সাথে রুপালি পর্দায় ধরা দিবেন আনিসুর রহমান মিলন।
শুধু কি তাই? ২০২২ সালের মে মাসে হলিউডের শিল্পীদের সংগঠন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’ (স্যাগ) এর সদস্যপদও নিয়েছেন অভিনেতা।সংগঠনটির সাথে যুক্ত হতে মিলনকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক আসিফ আকবর এবং আমেরিকান প্রডাকশন কোম্পানি আল ব্রাভো সাহায্য করেছিল।
প্রসঙ্গত, ‘এমআর নাইন: ডু অর ডাই’ সিনেমাটির শুটিংয়ের সময় মিলনের স্ত্রী পলি আহমেদ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ছবির শুটিং এবং স্ত্রীর অসুস্থতার জন্য দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি। মিলনের সন্তান আমেরিকার নাগরিক এবং সেখানেই পড়াশোনা করে। সন্তানকে নিয়ে কিছুদিন আগে দেশে ফিরেছেন নায়ক। সেপ্টেম্বরের শেষের দিকে সন্তানকে নিয়ে ফের মার্কিন মুলুকে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন তারকা।
ক্যারিয়ার ও সন্তানের পড়াশোনার জন্য বাংলাদেশ ও আমেরিকাতে থাকার পরিকল্পনা করছেন তিনি। তাই নাটক কমিয়ে মানসম্মত সিনেমা এবং ওটিটির কাজ করার জন্য মনোনিবেশ করারও কথা ভাবছেন মিলন।