জনপ্রিয় টিভি শো ‘কাহি তো হো গা’ তে সুজল গারেওয়ালের ভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান রাজীব খান্ডেলওয়াল। অনুষ্ঠানটির কারণে রাজীবের জন্য পরবর্তীতে অন্য চরিত্রে অভিনয় করা কঠিন হয়ে পড়ে । ২০২৩ সালে ‘ব্লাডি ড্যাডি’ চরিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন রাজীব। তবে এখন নেতিবাচক চরিত্রে দর্শক গ্রহণ করলেও একসময় নিজের রোমান্টিক চরিত্রের ইমেজ ভাঙতে কষ্ট হয়েছিল তার । সেই সম্পর্কেই গণমাধ্যমে বক্তব্য দেন নায়ক।
আসছে নাটক ‘ইউ এন্ড মি ফরএভার’
ফারহান-কেয়া জুটির চমকের অপেক্ষা দর্শকদের জন্য রোমান্টিক ও ইমোশনাল অনুভূতির নতুন এক গল্প নিয়ে আসছে নাটক ‘ইউ…