গোয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দশম আসর বসতে চলেছে অক্টোবর মাসেই। আর এই উৎসবেই বাংলাদেশ থেকে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে মা মাহমুদা বেগম অভিনীত ও ছেলে আরাফাত মহসীন পরিচালিত চলচ্চিত্র ‘এভরিথিং ইজ নাথিং’।
পরিচালনার পাশাপাশি ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্বেও ছিলেন আরাফাত মহসীন। জিরো বাজেটে নির্মাণ করা হয়েছে এই সিনেমা। ছবিটির বিশেষত্ব হলো এতে নেই কোনো সংলাপ।
‘এভরিথিং ইজ নাথিং’ চলচ্চিত্রের শুটিং শেষ হয় মে মাসে। তারপর জুলাই মাসে গোয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের জন্য করা হয় আবেদন।
আরাফাতের নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। প্রথম কাজেই দেশের গণ্ডি পেড়িয়ে নির্বাচিত হলো চলচ্চিত্র উৎসবে। তাই ছবিটি নিয়ে নির্মাতার আনন্দের মাত্রাও অনেকটাই বেশি। এই বিষয়ে আরাফাত জানান, “এই রকম একটা সম্মানজনক উৎসবে চলচ্চিত্রটি সিলেকশন পাওয়া আমার জন্য অনেক আনন্দের। আরও বেশি আনন্দের এ জন্য, কারণ এটাতে আমার মা অভিনয় করেছে। পুরো গল্পটাই মাকে ঘিরে। একদম সংলাপবিহীন চলচ্চিত্র। শুধু দুই থেকে তিনটা সংলাপ রয়েছে।“
গোয়ার চলচ্চিত্র উৎসবে ৩১ অক্টোবর প্রদর্শিত হওয়ার কথা রয়েছে ‘এভরিথিং ইজ নাথিং’ সিনেমা।