শাকিরার বিরুদ্ধে দ্বিতীয়বারের মত কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেনের সরকার। ২০১৮ সালে ৭.১ মিলিয়ন মার্কিন ডলার কর ফাঁকির নতুন অভিযোগ এসেছে কলম্বিয়ান এ তারকার বিরুদ্ধে।
এর আগে স্প্যানিশ সরকার ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ছয়টি ভিন্ন মামলায় প্রায় ১৫.৪ মিলিয়ন মার্কিন ডলার কর ফাঁকির অভিযোগ এনেছিল ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত তারকার বিরুদ্ধে। ২০ নভেম্বরে কেসটির জন্য ট্রায়াল শুরু হওয়ার কথাও রয়েছে।
জুলাই মাসে দ্বিতীয় অভিযোগটির তদন্ত শুরু হওয়ার দুই মাস পর ২৬ সেপ্টেম্বর শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির নতুন অভিযোগ আনে স্প্যানিশ সরকার। তবে স্প্যানিশ সরকারের তরফ থেকে ট্রায়াল সম্পর্কে কিছুই জানানো হয়নি।
২০১৮ সালের জুন মাসে শুরু হওয়া শাকিরার ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘এল দোরাদো’-এর আগে অনুষ্ঠান থেকে পাওয়া অগ্রীম টাকা থেকে ১২.৫ মিলিয়ন মুনাফার কথা গোপন করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ স্প্যানিশ প্রিকিউটরদের ।
তাদের ভাষ্যমতে, শাকিরার অফিশিয়াল ঠিকানা বাহামাস হলেও তার তৎকালীন সঙ্গী স্প্যানিশ ফুটবলার গেরার্ড পিকের সাথে স্পেনে বসবাস করায় তাকে সেখানেই নিজের সকল আন্তর্জাতিক আয়ের উপর কর দেওয়ার কথা ছিল। কিন্তু কলম্বিয়ান তারকা তা না করে বিদেশি কিছু কোম্পানির আড়ালে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন।
স্পেনের ‘এল’ ম্যাগাজিনে সেপ্টেম্বর মাসে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে আনা কর ফাঁকির সকল অভিযোগ অস্বীকার করেছিলেন শাকিরা।
তবে মিয়ামিতে অবস্থান করা এ তারকা নতুন অভিযোগ নিয়ে কিছু বলেননি।
তার গণসংযোগে নিয়োজিত প্রতিষ্ঠান জুলাই মাসে কর ফাঁকির অভিযোগ নিয়ে কথা বললেও দ্বিতীয় অভিযোগ নিয়ে কোন মন্তব্য করেনি।
এর আগেও স্প্যানিশ সরকার ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে সংবাদের শিরোনামে পরিণত হয়েছিল।