৫১ তম আন্তর্জাতিক এমি পুরস্কারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে ভারতের তিনজন অভিনেতা পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। ভারতীয় টেলিভিশনে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন একতা কাপুর।
২৬ সেপ্টেম্বর পুরস্কারের জন্য মনোনয়নের তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস।ঐদিন ১৪ টি ভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের ২০টি দেশের ৫৬ জন তারকার পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার তালিকা প্রকাশ করে মার্কিন সংস্থাটি।
ভারতের তিনজন তারকা এবারের আসরে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।
নেটফ্লিক্সের ‘দিল্লি ক্রাইম সিজন ২’র এর জন্য সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন শেফালি শাহ। সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার জন্য শেফালিকে ডেনমার্কের কনি নিলসেন, আমেরিকার বিলি পাইপার, মেক্সিকোর কার্লা সুজার সাথে প্রতিযোগিতা করতে হবে।
অনুষ্ঠানটির প্রথম সিজন ২০২০ সালে প্রথমবারের মত ভারতের জন্য এমি পুরস্কার নিয়ে এসেছিল।
এবারের এমির আসরে সোনি লিভ প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিরিজ ‘রকেট বয়েজ’ এর জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন জিম সর্ব। সিরিজটির হোমি জাহাঙ্গীর ভাভার চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার জিততে হলে তারকাকে গুস্তাভো বাসানি, ব্রিটিশ অভিনেতা মার্টিন ফ্রিম্যান ও সুইডিশ তারকা জোনাস কার্লসনের সাথে লড়াই করতে হবে।
অভিনেতা বীর দাস নেটফ্লিক্সের কমেডি স্পেশাল ‘বীর দাস: ল্যান্ডিং’য়ের জন্য মনোনয়ন পেয়েছেন । আর্জেন্টিনা ও ফরাসি দুইটি অনুষ্ঠানের পাশাপাশি ব্রিটেনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ডেরি গার্লস সিজন ৩’ এর সাথে কমেডি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।
মনোনয়ন পাওয়ার জন্য ভারতের আলোচিত এই তিন তারকা বরাবরই গণমাধ্যমে নিজেদের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন।
২০ নভেম্বর আয়োজিত হতে যাওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এবারের আসরে ভারতের টেলিভিশন জগতে অনন্য ভূমিকা রাখার জন্য একতা কাপুর ‘ডিরেক্টরেট অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন।
তবে কী অস্কারের পরে এবার এমিতেও ভারতের জয়জয়কার হবে?তা এখন দেখার পালা।