ওপেন হার্ট সার্জারিতে ভুলের কারণে দীর্ঘ সময় ভুগতে হয়েছে আর্নল্ড শোয়ার্জনেগারকে।
একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে কিছুদিন আগে ঘটনাটি শেয়ার করেন নায়ক।
অভিনেতার ভাষ্যমতে, ২০১৯ সালে চিকিৎসকদের ভুলের কারণে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয়েছে তাকে।
নায়ক আরও জানান, এক পর্যায়ে তার নিউমোনিয়া হয়ে মৃত্যুর ঝুঁকি দেখা দেওয়ায় ডাক্তাররা তাকে ফুসফুসকে ভালো রাখার জন্য ব্যয়াম করার পরামর্শ দেন।
তখন সুস্থ হওয়ার জন্য বন্ধুদের কাছে সাহায্য চেয়েছিলেন ক্যালিফোর্নিয়ার এ সাবেক গভর্নর। তাদের সহযোগিতায় সুস্থ হয়ে উঠেন মিস্টার ইউনিভার্সের খেতাব জেতা এ হলিউড তারকা।
এর আগে ১৯৯৭ এবং ২০১৮ সালেও হার্টের অপারেশন করিয়েছিলেন আর্নল্ড।
২০১৯ সালে দুর্ঘটনাটি ঘটার পর নিজের প্রচেষ্টায় সকল প্রতিকূলতাকে কাটিয়ে উঠে ‘টার্মিনেটর:ডার্ক ফেট’ এর শুটিং শেষ করেন আর্নল্ড।
অভিনেতা ২০২৩ সালের মে মাসে টার্মিনেটর ফ্রাঞ্চাইজিতে আর কাজ না করার সিদ্ধান্ত নেওয়ার জন্য খবরের শিরোনামে পরিণত হয়েছিলেন।
১৯৮৪ সালে জেমস ক্যামেরনের দ্বারা পরিচালিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক অ্যাকশন মুভি ‘টার্মিনেটর’ রাতারাতি তারকাখ্যাতি পাইয়ে দেয় আর্নল্ড শোয়ার্জনেগারকে। ছবিটির পরবর্তী কিস্তিগুলো থেকে অভিনেতার অবসর নেওয়ার খবরে হতাশ হয়ে যান আর্নল্ডের ভক্তরা। তবে নানা প্রতিকুলতা কাটিয়ে অভিনেতার সুস্থ হওয়ার ঘটনায় বরাবরই উচ্ছ্বসিত হয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।