বাবার সাথে সম্পর্ক ঠিক করতে সাহায্য করেছিলেন ব্লেক লাইভলি। এমনটিই জানিয়েছেন হলিউড তারকা রায়ান রেনল্ডস।
২০১৮ সালে একটি সাক্ষাৎকারে কথাগুলো জানান তিনি।
পুলিশ অফিসার বাবা জেমস সি রেনল্ডসের সাথে সম্পর্ক মোটেই ভালো ছিল না ‘ডেডপুল’ খ্যাত তারকার। আর তখন তাদের ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করেছিলেন তার স্ত্রী ব্লেক লাইভলি।
পারকিনসন রোগে মারা যান রায়ানের বাবা।তবে মৃত্যুর আগে ২০১৪ সালে জন্ম নেওয়া রায়ান ও ব্লেকের প্রথম সন্তানকে দেখে যেতে পেরছিলেন জেমস। সন্তানকে বাবা দেখে যেতে পেরেছিলেন বলে বরাবরই আনন্দিত রায়ান। বাবার প্রতি ভালবাসার জন্য তার নাম অনুসারে নিজের প্রথম সন্তানের নামও জেমস রেখেছিলেন বলে জানিয়েছেন রায়ান।
২০১০ সালে ‘গ্রিন ল্যান্টার্ন’ সিনেমাটির শুটিং করতে গিয়ে প্রথমবার একে অন্যের সাথে পরিচয় হয় রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলির। ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ তারকাযুগল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নিজেদের চতুর্থ সন্তানকে স্বাগত জানিয়েছেন তারা।
একে অন্যকে নিয়ে গণমাধ্যমে কথা বলা নতুন কিছু নয় তারকাযুগলের জন্য।
২০২২ সালে অনুষ্ঠিত ‘৩৬ তম অ্যানুয়াল আমেরিকান সিনেমাথেক অ্যাওয়ার্ডস’ এ নিজের জীবনসঙ্গীর উদ্দেশ্যে কিছু কথা উপস্থিত অতিথিদের সাথে শেয়ার করেছিলেন ব্লেক লাইভলি।
তবে নিজের প্রিয় তারকা দম্পতিকে একে অন্যের প্রতি এত সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে দেখে বরাবরই উচ্ছ্বসিত হয়েছেন তাদের অনুরাগীরা।