সুস্মিতাকে ওষুধ খাওয়ানোর অভিনব পন্থা আবিষ্কার মেয়ের! আর তা হলো প্রতিদিন রাত নয়টার অ্যালার্ম সেট করে রাখেন কন্যা আলিসা সেন।
কিছুদিন আগে গণমাধ্যমে কথাগুলো শেয়ার করেন সাবেক এ বিশ্বসুন্দরী।
মার্চ মাসে ‘আরিয়া ৩’ ওয়েব সিরিজটি শুট করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন সুস্মিতা সেন। তখন অভিনেত্রীর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়। তার হার্টে স্টেন্টও বসান চিকিৎসকরা। সেই সময় থেকেই নায়িকার স্বাস্থ্য নিয়ে একটু বেশি সচেতন হয়ে পড়েন তার দুই মেয়ে।
সুস্মিতার ১৪ বছর বয়সী মেয়ে আলিসা সেন অভিনেত্রীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্নশীল বলে জানিয়েছেন তিনি। আর তাই মায়ের ওষুধ খাওয়া নিশ্চিত করার জন্য প্রতিদিন রাত ৯ টায় অ্যালার্ম সেট করে রাখে ছোট্ট আলিসা।
মায়ের মত আগলে রাখা সন্তান পেয়ে বরাবরই নিজেকে সৌভাগ্যবতী মনে করেন নায়িকা।
‘তালি’ নামক ওয়েব সিরিজে রুপান্তরকামী গৌরি শিন্ডের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী। ১৫ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পায় ‘তালি’।