হিন্দি সিনেমা থেকে নিজেকে গুটিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণী তারকা নয়নতারা।
‘জাওয়ান’ এর মাধ্যমে বলিউডে অভিষেক করা এ নায়িকা ছবিটির সাথে জড়িত নিজের তিক্ত অভিজ্ঞতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
কিন্তু কোন বাজে অভিজ্ঞতার শিকার হয়েছিলেন নায়িকা?
শোনা যাচ্ছে,সিনেমাতে নয়নতারার চরিত্র (নর্মদা রাই রাঠোর) কে তেমন গুরুত্ব সহকারে দেখানো হয়নি। অন্যদিকে ছবিটিতে তিথি চরিত্রে থাকা দীপিকা পাড়ুকোনের (ঐশ্বরিয়া রাঠোর) চরিত্রকে এমনভাবে দেখানো হয়েছে যেন ছবিটি শাহরুখ এবং নয়নতারার নয় বরং শাহরুখ এবং দীপিকার।
১৫ সেপ্টেম্বর মুম্বাইতে ছবিটির ব্যবসাসফল হওয়া উপলক্ষে দেওয়া ‘সাকসেস মিটে’ নয়নতারার অনুপস্থিতিতেই চলচ্চিত্রটি নিয়ে তার অসন্তোষ হওয়ার ব্যাপারে কানাঘুষা শুরু হয় মিডিয়াপাড়ায়।
নয়নতারা নিজের কোন ছবির প্রমোশন অথবা অন্য কোন ইভেন্টে থাকতে পছন্দ করেন না। ‘নো প্রমোশন পলিসি’ র ব্যত্যয় ঘটেনি এই ছবির ক্ষেত্রেও। তাই সিনেমাটির কোন ইভেন্টে দেখা যায়নি তারকাকে বলে দাবি এক সূত্রের।
তাছাড়া নয়নতারার বয়স ৩৮ বছর। সাধারণত এই বয়সে অভিনেত্রীদের জন্য চরিত্র লেখা বন্ধ করে দেয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। এটাও তার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার অন্যতম কারণ হতে পারে।
অ্যাটলি কুমার পরিচালিত ছবিটির জন্য ১০-১১ কোটি রুপি নিয়ে চর্চায় এসেছিলেন নয়নতারা।
৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির অন্যতম নায়িকা প্রিয়ামণিও এর আগে ছবিতে বিজয় সেতুপতির সাথে নিজের দৃশ্য থাকার কথা থাকলেও পরিচালক তা না রাখার কারণে গণমাধ্যমে নিজের মনঃক্ষুণ্ণ হওয়ার কথা প্রকাশ করেন।
তবে মুখ্য অভিনেত্রীর নাখোশ হওয়ার খবরের মধ্যেই সারা বিশ্বে ১৪ দিনে ৯০৭.৫৪ কোটি ভারতীয় রুপি আয় করা ২ ঘণ্টা ৪৫ মিনিটের ছবিটির কাটছাঁট করে ফেলা দৃশ্যগুলো নিয়েই ৩ ঘণ্টা ১৫ মিনিটের এক্সটেনডেড রূপ মুক্তির ঘোষণা দিয়েছে নির্মাতারা।