Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

তারেক রহমানের পছন্দের সিনেমার নাম জানালো টাইম ম্যাগাজিন

তারেক রহমানের পছন্দের সিনেমার নাম
তারেক রহমান ও ‘এয়ার ফোর্স ওয়ান’ ও সাক্ষাৎকার কোলাজ

তারেক রহমান ও সিনেমা

২০০৮ সালে দেশ থেকে নির্বাসিত হন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন উপলক্ষে দেশে ফেরেনতিনি। গত বুধবার (২৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। তারেক রহমানের পছন্দের সিনেমার নামও জানালো টাইম ম্যাগাজিন। সংস্থাটির সেই প্রতিবেদন থেকে জানা গেলো ছবিটির নাম ‘এয়ার ফোর্স ওয়ান’।  সিনেমাটি কয়বার দেখেছেন তিনি তাও জানিয়েছে টাইম।

টাইম ম্যাগাজিনে তাদের প্রতিবেদনে তারেককে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে উল্লেখ্য করেছে। ‘প্রডিগাল সন’ বা “অপ্রিয় পুত্র” বাইবেলের একটি গল্প, যা লূক (Luke) ১৫:১১–৩২ এ পাওয়া যায়। এটি মূলত যীশু খ্রিষ্টের শিক্ষা হিসেবে মানুষের অনুশোচনা, ক্ষমা এবং ঈশ্বরের দয়া বোঝাতে ব্যবহৃত হয়েছে।  

তারেক রহমানের পছন্দের সিনেমার নাম

এয়ার ফোর্স ওয়ান’ সিনেমাটি হলিউডের জনপ্রিয় একটি অ্যাকশন–থ্রিলার চলচ্চিত্র। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন উলফগ্যাং পিটারসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ বিমানকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। তিনি প্রেসিডেন্ট জেমস মার্শালের চরিত্রে এক দৃঢ় ও আপসহীন নেতার প্রতিচ্ছবি তুলে ধরেন।

গল্প অনুযায়ী, আন্তর্জাতিক সম্মেলন শেষে দেশে ফেরার পথে প্রেসিডেন্টের বিমান সন্ত্রাসীদের দখলে চলে যায়। রুশ সন্ত্রাসী নেতা ইভান কোরশুনভের চরিত্রে গ্যারি ওল্ডম্যানের অভিনয় ছবিটিকে আরও তীব্র করে তোলে। সীমিত পরিসরে নির্মিত এই আকাশপথের সংঘাত, রাজনৈতিক উত্তেজনা ও ব্যক্তিগত সাহসিকতার মিশেলে ‘এয়ার ফোর্স ওয়ান’ অ্যাকশন–থ্রিলার ঘরানায় আলাদা অবস্থান তৈরি করে।

মুক্তির পর বক্স অফিসে সফলতা পাওয়ার পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পায় ছবিটি। শক্তিশালী অভিনয়, টানটান চিত্রনাট্য এবং দেশপ্রেমের আবহের কারণে ‘এয়ার ফোর্স ওয়ান’ আজও হলিউডের স্মরণীয় রাজনৈতিক অ্যাকশন ছবিগুলোর তালিকায় স্থান করে আছে।

তারেক রহমানের পছন্দের সিনেমার নাম

তারেক রহমানের পছন্দের সিনেমার উদ্ধৃতি

প্রতিবেদনটিতে সাক্ষাৎকারের এক পর্যায়ে সিনেমাটির নাম জানান তারেক রহমান। এছাড়াও তিনি সিনেমটি মোট ৮ বার দেখেছেন বলেও জানিয়েছেন টাইম ম্যাগাজিনকে। তাঁর ভাষ্যে, “আমি সম্ভবত আটবার দেখেছি!”।

টাইম ম্যাগাজিন থেকে নেয়া

প্রতিবেদনে উল্লেখ্য করা হয় তারেক রহমান আরেকটি সিনেমাকে বেশ প্রাধান্য দিয়েছেন তাঁর নিজের বিশ্বাসে। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে,  “তিনি তাঁর মূল বিশ্বাসটি স্পষ্ট করার জন্য তাঁর একটি প্রিয় সিনেমার উক্তি ব্যবহার করেন; এয়ার ফোর্স ওয়ান থেকে নয়, বরং স্পাইডার-ম্যান থেকে: “মহান ক্ষমতার সাথেই আসে মহান দায়িত্ব,” তিনি বলেন। “আমি এটা খুব বিশ্বাস করি।”

স্পাইডার ম্যান সিনেমার এই উক্তি দিয়েই প্রতিবেদনটি শেষ করা হয়েছে টাইম ম্যাগাজিনে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কারা জয়ী হচ্ছে?  

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ আগামী পহেলা ফেব্রুয়ারী দেয়া হবে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের…
২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে

রুথ ই. কার্টার- অস্কারের ইতিহাসে সর্বাধিক মনোনীত কৃষ্ণাঙ্গ নারী  

রুথ ই. কার্টার একাডেমী অ্যাওয়ার্ডস তথা অস্কারে কৃষ্ণাঙ্গ নারীদের হয়ে অসামান্য মাইলফলক স্থাপন করেছেন রুথ ই.…
রুথ ই. কার্টার- অস্কারের ইতিহাসে

ডা. এজাজুল ইসলাম দারিদ্র্য ও সংগ্রামের গল্প সামনে আনলেন

ডা. এজাজুল ইসলাম দেশের জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব ও জনপ্রিয় মুখ ডা. এজাজুল ইসলাম। পর্দায় হাসিখুশি দেখা গেলেও,…
ডা. এজাজুল ইসলাম দারিদ্র্য ও সংগ্রামের

প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং হঠাৎ করেই সিনেমার গানকে বিদায় জানালেন অরিজিৎ সিং। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে…
প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং
0
Share