বাফটা মনোনয়ন
২০২৬ সালের বাফটা (ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস)–এর মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়। এবারের বাফটায় কোন সিনেমা কতগুলো মনোনয়ন পেয়েছে চলুন দেখে নেয়া যাক।
এইবার মনোয়ন তালিকায় সবচেয়ে এগিয়ে আছে লিওনার্দো ডিক্যাপ্রিওর রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পেয়েছে সিনেমাটি।

তালিকায় দুই-এ আছে ভ্যাম্পায়ার-হরর সিনেমা ‘সিনার্স’। সিনেমাটি মোট ১৩টি মনোনয়ন পেয়েছে। এর পরেই আছে সিনেমা ‘হ্যামনেট’ ও ‘মার্টি সুপ্রিম’। দুটি সিনেমাই পেয়েছে ১১টি করে মনোনয়ন।
অস্কারে সেরা অভিনেতা-নেত্রীর মনোনয়ন পাওয়া টিমোথি শ্যালামে ও জেসি বাকলি বাফটাতেও মনোনীত হয়েছেন।
অস্কারে মনোনয়ন পাননি এমন দুজন এবার বাফটায় মনোনয়ন পেয়েছেন, তারা হলেন চেইজ ইনফিনিটি ও পল মেসক্যাল। এর কারণ হিসেবে জানা যায় বাফটায় অনেক বিভাগে ছয়টি করে মনোনয়নের সুযোগ থাকে, যেখানে অস্কারে থাকে মাত্র পাঁচটি।
এ ছাড়া বাফটায় যুক্তরাজ্যের প্রতিভাবানদের স্বীকৃতি দিতে রয়েছে আলাদা বিভাগ। আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম ও ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা অভিষেক পুরস্কার।

এই কারণে ‘আই সোয়্যার’, ‘পিলিয়ন’, ‘এইচ ইজ ফর হক’ ও ‘দ্য ব্যালাড অব ওয়ালিস আইল্যান্ড’এর মতো ব্রিটিশ চলচ্চিত্রগুলোও বাফটার শর্টলিস্টে জায়গা করে নিয়েছে। মনোনয়ন ঘোষণার সময় বাফটার চেয়ার সারা পুট বলেন, ‘বিশ্বজুড়ে আলোড়ন তোলা ব্লকবাস্টার ছবির পাশে ব্রিটিশ স্বাধীন চলচ্চিত্র ও নতুন নির্মাতাদের কাজ দেখতে পাওয়া সত্যিই রোমাঞ্চকর। আমরা আশা করি, দর্শকেরাও এই ছবিগুলো উপভোগ করবেন ঠিক ততটাই, যতটা আমাদের ৮ হাজার ৩০০ বাফটা ভোটার করেছেন।’
বাফটার অভিনয় বিভাগে ব্রিটিশ শিল্পীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তাঁদের মধ্যে আছেন রবার্ট আরামায়ো, পিটার মুলান (‘আই সোয়্যার’) এবং এমিলি ওয়াটসন (‘হ্যামনেট’)। এ ছাড়া ‘সিনার্স’-এর অভিনেত্রী উনমি মোসাকু অস্কারের পর বাফটাতেও মনোনীত হয়েছেন।
এবারের বাফটায় কোন সিনেমা হারাতে পারেনি ‘গান্ধী’ ছবিটিকে
তবে এবারও ‘গান্ধী’ ছবিটিকে পেছনে ফেলতে পারেনি কেউ। ১৯৮২ সালে ‘গান্ধী’ ছবিটি অর্জন করেছিল বাফটার ইতিহাসের সর্বোচ্চ ১৬টি মনোনয়নের রেকর্ড।
আগামী ২২ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক অ্যালান কামিং।

অস্কারে পুরোপুরি বাদ পড়া ‘উইকেড: ফর গুড’ বাফটায় পেয়েছে দুটি মনোনয়ন—কস্টিউম ডিজাইন এবং মেকআপ ও হেয়ার বিভাগে। ব্রাজিলিয়ান থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’ বাফটায় পেয়েছে দুটি মনোনয়ন, যা অস্কারে পাওয়া সংখ্যার অর্ধেক।
পরিচালক বিভাগে অস্কারের পাঁচজনের সঙ্গে অতিরিক্ত একটি জায়গা থাকায় ইয়র্গোস ল্যানথিমোসও জায়গা করে নিয়েছেন তার ‘বুগোনিয়া’ কারণে।
এছাড়া অস্কারে জায়গা পাওয়া আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল সিনেমা ‘কে–পপ ডেমন হান্টার্স’ বাদ পড়েছে বাফটা থেকে। নেটফ্লিক্সের এই সুপারহিট ছবি যুক্তরাজ্যে আগে প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় বাফটার মনোনয়নের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি।
শীর্ষ মনোনয়ন পাওয়া ছবিগুলো
- ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-১৪
- ‘সিনার্স’-১৩
- ‘হ্যামনেট’-১১
- ‘মার্টি সুপ্রিম’-১১
- ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-৮
- ‘আই সোয়্যার’, ‘বুগোনিয়া’–৫


