ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’
রিলস আর একক নাটকের দুনিয়ায় ধারাবাহিক নাটক দিয়ে ব্যাপক বৈপ্লবিক কান্ড ঘটিয়ে ফেলেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন ব্যাপক আলোচনায়। সিরিয়ালটির এখন পর্যন্ত ২৪টি পর্ব প্রকাশিত হয়েছে যা প্রায় ২৮৫ কোটি বার দেখা হয়েছে। ‘এটা আমাদেরই গল্প’ এক বিরল রেকর্ড গড়েছে বাংলাদেশের টিভি সিরিয়ালের ইতিহাসে।

নাটকটি নির্মিত হয়েছে সিনেমাওয়ালার ব্যানারে। এই ধারাবাহিকটি দেশে ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান, চীন, জাপান ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও নিয়মিত উপভোগ করছেন দর্শকরা।
আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে পরিচালক রাজ জানান, ‘এটা আমাদেরই গল্প’ সিরিজটি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় ২.৬ বিলিয়ন (২৬০ কোটি) ভিউ অতিক্রম করেছে। তিনি লেখেন, এই অর্জনের খবর জানাতে পেরে তারা অত্যন্ত সম্মানিত বোধ করছেন। পাশাপাশি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইউটিউবে সিরিয়ালটির প্রতিটি পর্বই ১ কোটির বেশি ভিউ ছাড়িয়েছে।’

তবে নির্মাতা রাজের এই স্ট্যাটাসের দুই ঘন্টার মধ্যেই সেখানে আরো যোগ হয়েছে ২৫ কোটি ভিউ। সব মিলিয়ে ২৮৫ কোটি ভিউ।
‘এটা আমাদেরই গল্প’ কোথায় দেখা যাবে ?
ধারাবাহিকটি চ্যানেল আইয়ে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে। টিভি প্রচারের পর বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে নতুন পর্ব। উল্লেখযোগ্য বিষয় হলো, ইউটিউবে প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রতিটি পর্ব মিলিয়ন ভিউ অতিক্রম করছে, যা বাংলাদেশের নাটকে প্রথমবারের মতো দেখা গেল।

ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ মূলত পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও একে অপরের প্রতি মমত্ববোধকে কেন্দ্র করে নির্মিত। সংশ্লিষ্টদের মতে, দর্শক যেন নিজেদের জীবনের খণ্ডচিত্র এখানে খুঁজে পান—সেই চেষ্টাই ছিল নির্মাতাদের। এ কারণেই সিরিয়ালটির ট্যাগলাইন, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’।
ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।


