নাজনীন নাহার নীহা
প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন নাজনীন নাহার নীহা। এরপর একের পর এক ছোট পর্দায় কাজ করে দর্শক নন্দিত হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি বিদেশ ঘুরেছেন। ছবিতে দেখে নিন নাজনীন নীহার ব্যাংকক ও ইন্দোনেশিয়া ট্যুর এর কয়েকটি স্থিরচিত্র।

গত ১১ জানুয়ারি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এই ছবিটি আপ করে চেক-ইন ইন্দোনেশিয়া দিয়েছেন অভিনেত্রী নাজনীন নীহা। ক্যাপশন মারফত জানা যায় ছবিটি ইন্দোনেশিয়ার বালিতে তোলা। তাঁর সাথে ছিলো তাঁর পরিবারের সদস্যরা।

সম্প্রতি রাজনীতি আর প্রেমের গল্প নিয়ে একটি নাটক মুক্তি পাবে নাজনীন নীহার। সাথে আছেন ইয়াশ রোহান। দুজনেই উপজেলা চেয়ারম্যানের সন্তান ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

যখনই পারছি সানড্রেসে গ্রীষ্মটাকে উপভোগ করছি। এমন একটি ক্যাপশন লিখে ব্যাংকক চেক-ইন দিয়েছেন এই অভিনেত্রী। ছবির মাধ্যমে জানা গেলো এই অভিনেত্রী ইন্দোনেশিয়ার বালি থেকে ব্যাংককেও ঘুরতে গিয়েছেন।

ইয়াশ রোহানের সাথে অভিনীত নাটকটির নাম ‘জনম জনমে’। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকটি পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম। নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে জানা গেছে।

যেহেতু নাটকে বেশ ভালো করছেন তাহলে সিনেমা নিয়ে কিছু ভাবছেন কিনা জানতে চাইলে গতবছরের সেপ্টেম্বরে নীহা জানান, ‘একদমই ভাবছি না। এখনই করার ইচ্ছা নাই। বিগ ক্যানভাসে কাজ করার জন্য সেভাবে তৈরি হতে হয়। আমি তো নাটকেই নিজেকে গুছিয়ে নিতে পারিনি। আগে এখানে নিজের জায়গা মজবুত করি। তারপর যখন সময় হবে, তখন ভাবব।”



