দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা
বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের জন্য ছিল বিশেষ চমক। বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। ম্যাচের উদ্বোধনী পর্বে তার নৃত্য পরিবেশনায় উম্মাদনা ছড়ায় স্টেডিয়াম। তানজিন তিশার প্রাণবন্ত পারফরম্যান্সে দর্শকরা মেতে ওঠেন উল্লাসে। আর উৎসবমুখর পরিবেশে শুরু হয় বিপিএলের ফাইনাল।

পারফরম্যান্স শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তানজিন তিশা। দর্শকদের উচ্ছ্বাসে আবেগাপ্লুত হওয়ার কথা জানান এই অভিনেত্রী। বিপিএলের ওপেনিংয়ে সিলেটে দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছেন, তা তার জন্য ছিল অবিশ্বাস্যরকম আনন্দের। দীর্ঘদিনের কাজের পর নিজের অর্জনের মূল্যায়ন যেন সেখানেই বুঝতে পেরেছেন তিনি। তিশার মতে, হাজারো দর্শকের উল্লাস আর চিৎকার কখনোই মিথ্যা হতে পারে না। এমন নিখুঁত ভালোবাসা ও সম্মান তাকে গভীরভাবে আপ্লুত করেছে।

হাতে ফ্র্যাকচার, জ্বর নিয়েও মঞ্চে তিশা
নিজের পারফরম্যান্সের আড়ালের সংগ্রামের কথাও তুলে ধরেন তানজিন তিশা। তিনি জানান, শারীরিকভাবে অসুস্থ অবস্থাতেই তাকে মঞ্চে উঠতে হয়েছে। হাতে ফ্র্যাকচার ছিল, শরীরেও ছিল প্রচণ্ড জ্বর। তবু এসব বাধা সত্ত্বেও বিপিএলের মতো বড় আয়োজনের অংশ হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি তিনি। তার কথায়, এত কষ্টের মাঝেও এই শো মিস করার কথা তিনি কল্পনাই করতে পারেননি।

বিপিএলের ফাইনাল শেষ হতেই শুরু হয় বিনোদন আয়োজন। মঞ্চে নৃত্য পরিবেশনায় দর্শকদের মাতান তানজিন তিশা। তার সঙ্গে পারফর্ম করতে দেখা যায় আরেক মডেল ও অভিনেত্রী সামান্থা পারভেগকেও। যা ফাইনালের উত্তেজনায় যোগ করে বাড়তি মাত্রা।