অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স
৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল সিনার্স। গত বছর মুক্তির পর থেকেই সিনেমাটি মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের। কী আছে এই সিনেমায়? কেন অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভেঙে এতো মনোনয়ন পেল ‘সিনার্স’।
২০২৫ সালের আলোচিত এই ভ্যাম্পায়ার হরর সিনেমাটি শেষ পর্যন্ত হয়ে ওঠে বছরের সবচেয়ে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। জিম ক্রো যুগের দক্ষিণ আমেরিকাকে পটভূমি করে নির্মিত ছবিটিতে বেশিরভাগই কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পী। পরিচালক রায়ান কুগলার শুরুতে নানা সংশয়ের মধ্যেও ঝুঁকি নিয়ে সিনেমাটি নির্মাণ করেন।

৯৮তম অস্কারের মনোনয়ন তালিকা
সেরা চলচ্চিত্র
বুগোনিয়া, এফওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস।
সেরা অভিনেতা
টিমোতি শালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি. জর্ডান (সিনার্স), ভাগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট)।

সেরা অভিনেত্রী
জেসি বাকলি (হ্যামনেট), রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রেনাটে রাইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু), এমা স্টোন (বুগোনিয়া)।
সেরা পার্শ্ব অভিনেতা
বেনিসিও দেল তোরো, জ্যাকব এলোর্ডি, ডেলরয় লিন্ডো, শন পেন, স্টেলান স্কর্সগার্ড।
সেরা পার্শ্ব অভিনেত্রী
এল ফ্যানিং, ইঙ্গা ইবসডটার লিলোস, অ্যামি ম্যাডিগ্যান, উনমি মোসাকু, টিয়ানা টেলর।
সেরা পরিচালক
ক্লোয়ি জাও, জশ স্যাফডি, পল টমাস অ্যান্ডারসন, ইয়োয়াকিম ত্রিয়ের, রায়ান কুগলার।

সেরা মৌলিক চিত্রনাট্য
ব্লু মুন, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, মার্টি সুপ্রিম, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স।
সেরা রূপান্তরিত চিত্রনাট্য
বুগোনিয়া, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, ট্রেন ড্রিমস।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
আর্কো, এলিও, কেপপ ডিমন হান্টার্স, লিটল অ্যামেলি অর দ্য ক্যারাক্টার অব রেইন, জুটোপিয়া টু।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
দ্য সিক্রেট এজেন্ট, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিরাট, দ্য ভয়েস অব হিন্দ রাজাব।
সেরা কাস্টিং
হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সিনার্স।
সেরা চিত্রগ্রহণ
ফ্রাঙ্কেনস্টাইন, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সিনার্স, ট্রেন ড্রিমস।
সেরা পোশাক পরিকল্পনা
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, সিনার্স।
সেরা চলচ্চিত্র সম্পাদনা
এফওয়ান, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স।
সেরা মৌলিক আবহ সংগীত
বুগোনিয়া, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সিনার্স।
সেরা মৌলিক গান
ডিয়ার মি, গোল্ডেন, আই লাইড টু ইউ, সুইট ড্রিমস অব জয়, ট্রেন ড্রিমস।
সেরা শিল্প নির্দেশনা
ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সিনার্স।
সেরা শব্দ
এফওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সিনার্স, সিরাট।
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, এফওয়ান, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, দ্য লস্ট বাস, সিনার্স।