Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

চঞ্চল-পরীমনি জুটির সিনেমা ‘শাস্তি’ র আনুষ্ঠানিক ঘোষণা

চঞ্চল-পরীমনি জুটির সিনেমা
শাস্তি সিনেমার জুটি চঞ্চল চৌধুরী ও পরীমনি। ছবি: পরিচালকের সৌজন্যে

চঞ্চল-পরীমনি জুটির সিনেমা

এ বছর বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। সিনেমাটি নির্মাণ করেছেন  লীসা গাজী। সেই নির্মাতাই এবার আসছেন আরেকটি সিনেমা নিয়ে। সিনেমাটির নাম ‘শাস্তি’। এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও পরীমনি। আজ সোমবার চঞ্চল-পরীমনি জুটির সিনেমা ‘শাস্তি’ র আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

রবীন্দ্রনাথের ছোটগল্প ‘শাস্তি’ থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি নির্মিত হচ্ছে। তবে সিনেমাটি সমকালীন বাস্তবতারই যার ভিত্তি কেবল ‘শাস্তি’ গল্পটি। সিনেমায় ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়াবে।

চঞ্চল-পরীমনি জুটির সিনেমা
‘শাস্তি’ সিনেমা প্রযোজনা করছেন লীসা গাজী, আবিদ আজিজ মার্চেন্ট, অপূরভা বাকশী, আরিফুর রহমান। ছবি: চিত্রালী  

সোমবার ২০ জানুয়ারি ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে।

এই মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার মিডিয়ায় শুরু হয় তীব্র আলোড়ন ও বিচার-পিপাসু উন্মাদনা। লাকির স্বামী মীরা হয়ে ওঠেন এর প্রধান সন্দেহভাজন। কিন্তু তিনি কি সত্যিই অপরাধী, নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে- এই প্রশ্নের উত্তর খুঁজতেই ‘শাস্তি’র গল্প এগোবে।

এর আগে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমার জন্য প্রশংসিত হয়েছিলেন লীসা গাজী। এই নির্মাতা বলেন, “আমরা যে সময়ে বাস করছি, সেই সময়টাকে বোঝার চেষ্টা থেকেই শাস্তির গল্প এসেছে।

লিসা গাজী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে এর ভিত্তি নেয়া হলেও এটি আজকের বাস্তবতা- বাস্তব ও ভার্চুয়াল জীবনের ফারাক, যা দেখা যায় আর যা লুকিয়ে রাখা হয়, তার মধ্যকার টানাপড়েনের প্রতিচ্ছায়া। এই ছবিটি সময়ের সাথে যেমন বোঝাপড়া, তেমনি নিরন্তর আশার সন্ধান করে ফেরাও বটে।”

চঞ্চল-পরীমনি জুটির সিনেমা
‘বাড়ির নাম শাহানা’র অভিনেত্রী আনান সিদ্দিকা থাকছেন শাস্তি সিনেমায় | ছবি: চিত্রালী

এই সিনেমায় আছেন ‘বাড়ির নাম শাহানা’র অভিনেত্রী আনান সিদ্দিকা। এটি লীসা গাজীর সঙ্গে আনান সিদ্দিকার দ্বিতীয় চলচ্চিত্র। তিনি বলেন, “আমার জন্য শাস্তিতে কাজ করাটা এক কথায় অসাধারণ এবং রোমাঞ্চকর। আমার জীবনের অন্যতম সেরা চ্যালেঞ্জিং একটি চরিত্রের জন্য এখন নিজেকে পুরোপুরি প্রস্তুত করছি।”

চঞ্চল-পরীমনি জুটির প্রথম সিনেমা, কি বলছেন তারা?

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরীও। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘শাস্তি’র আধুনিক ও মনস্তাত্ত্বিক রূপান্তরে কাজ করা যে কোনো অভিনেতার জন্যই বড় পাওয়া। আর এটি আমার করা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের প্রথম কাজ। এই সিনেমায় মেধাবী সব সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের এই সিনেমাটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।

পরীমনিও ছিলেন সংবাদ সম্মেলনে। তিনি বলেন, “পরিচালক যখন আমাকে এই সিনেমার চিত্রনাট্য শোনান, আমি এক মুহূর্তে রাজি হয়ে যাই। সমসাময়িক প্রেক্ষাপটে এই গল্পের নারী চরিত্রগুলোকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আর আমার অনেক দিনের স্বপ্ন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পে অভিনয় করবো।“

সিনেমায় প্রযোজনা করেছেন পাকিস্তানি প্রযোজক আবিদ আজিজ মার্চেন্ট। তিনি বলেন,”লীসা গাজীর পরিচালনা এবং চঞ্চল-পরীমনিসহ মেধাবী শিল্পীদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের আধুনিক রূপান্তর শাস্তি দর্শকদের হৃদয়ে দাগ কাটার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে।”

‘শাস্তি’ সিনেমা প্রযোজনা করছেন লীসা গাজী, আবিদ আজিজ মার্চেন্ট, অপূরভা বাকশী, আরিফুর রহমান। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন সাকিব ইফতেখার, রেইনবো ফং। নির্বাহী প্রযোজক ফয়সাল গাজী, টিউলিপ কবির। সহ-নির্বাহী প্রযোজক আব্বাস নোখাস্তেহ, কাজী রুমা।

চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী, আনান সিদ্দিকা ও সাদিয়া খালিদ ঋতি। চিত্রগ্রহণ করবেন অ্যালেক্স উনাই।

সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবেও জানানো হয় যার কারণ এর আন্তর্জাতিক প্রযোজনা। ‘শাস্তি’র প্রযোজনা করছে কমলা কালেক্টিভ (বাংলাদেশ, যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত, যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশনস (বাংলাদেশ), স্ক্রিনক্সোপ (অস্ট্রেলিয়া) এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড (হংকং)।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে স্মরণ – পর্দার অপু থেকে ফেলুদা

সৌমিত্র চট্টোপাধ্যায় – আলো ছায়ার ভেতর দিয়ে হাঁটা এক দীর্ঘ জীবন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে স্মরণ ।…
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে স্মরণ - পর্দার অপু থেকে ফেলুদা
0
Share