Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

এক যুগ পর বালামের অ্যালবাম মুক্তি পাচ্ছে

এক যুগ পর বালামের অ্যালবাম
বালাম | শিল্পীর ফেসবুক থেকে

বালামের চতুর্থ অ্যালবাম

ওয়ারফেজ ব্যান্ডের এক সময়ের ভোকাল ছিলেন বালাম। এরপর ব্যান্ড ছেড়ে আসেন একক গানে। শ্রোতাদের মাতিয়েও রেখেছিলেন একক গানে। কিন্তু দীর্ঘদিন ধরে আর কোন অ্যালবাম আসেনি এই শিল্পীর। অবশেষে  এক যুগ পর বালামের অ্যালবাম মুক্তি পাচ্ছে।

গতকাল সোমবার দেশের এক গণমাধ্যমকে সংগীতশিল্পী বালাম জানালেন, তার একক অ্যালবামটির নাম ‘মাওলা’। অ্যালবামটি এ বছরের ঈদুল ফিতরে প্রকাশিত হবে বলেও জানান তিনি। অ্যালবামে মোট ৬টি গান থাকবে। অ্যালবামের শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন শেষ হয়েছে ইতিমধ্যেই।  

এক যুগ পর বালামের অ্যালবাম
এক যুগ পর বালামের অ্যালবাম | ছবি: শিল্পীর ফেসবুক থেকে

এতোদিন পর অ্যালবাম প্রকাশ বিষয়ে এই শিল্পী জানান ,

গান আবার সিরিয়াসলি করছি। তাই এই অ্যালবামের কাজ। গেল কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল গান ছেড়ে দেখেছি, এভাবে একটি করে গান প্রকাশ করে ভক্তদের চাহিদা পুরণ করাটা খুব কঠিন। এক অ্যালবামে নানা ধাঁচের গান থাকে, যা শিল্পীকে বিভিন্ন শ্রোতার মনোযোগ পাওয়ার সুযোগ করে দেয়। নতুন অ্যালবামে এই বৈচিত্র্য থাকবে। বিভিন্ন বয়সী ও পছন্দের শ্রোতাদের ভালো লাগবে।

আসন্ন ‘মাওলা’ বালামের পঞ্চম একক অ্যালবাম হতে যাচ্ছে। এতে ছয়টি গান থাকছে, ছয়টি গানই ভিন্নধারার। তবে ভিন্ন ধারার হলেও সব গানে মেলোডিকে প্রাধান্য দিচ্ছেন বলে জানান বালাম। তিনি বলেন, নতুন অ্যালবামে জেন–জিদের কথাও ভাবা হয়েছে, যাতে নতুন প্রজন্মের শ্রোতার সঙ্গে সংযোগ স্থাপন হয়।

অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’ একটি সুফি-ধারার গান। প্রথমবার এ ধরণের গান গাইলেন বালাম। তিনি বলেন, ‘কোভিড সময়ের উপলব্ধিতে গানটি তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে, বর্তমান পৃথিবীর যে অস্থিরতা এখনও তা অনেক প্রাসঙ্গিক। তাই গানটি আমার নতুন অ্যালবামে রাখা হয়েছে।’

গানগুলো গাওয়ার পাশাপাশি অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজনও বালামের হাতে করা। তবে গানের গীতিকার অনেকেই এবং তাদের নাম এখনই প্রকাশ করছেন না তিনি। সব গান অডিও আকারে প্রকাশিত হলেও একটি গানের ভিডিও আসবে বলেও জানান তিনি।

এক যুগ আগে বালামের অ্যালবামগুলো

বালাম এর আগে ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) ও ‘ভুবন’ (২০১৩) নামে চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

২০১৩ সালের পর থেকে নতুন কোনো অ্যালবাম প্রকাশ না করলেও একক গান প্রকাশ করেছেন কিছু। ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গান গেয়েছেন তিনি। এছাড়া গেয়েছেন ‘রাজকুমার’  সিনেমার টাইটেল গান। দুটি গানেই কোনাল ছিলেন তাঁর সহশিল্পী।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে স্মরণ – পর্দার অপু থেকে ফেলুদা

সৌমিত্র চট্টোপাধ্যায় – আলো ছায়ার ভেতর দিয়ে হাঁটা এক দীর্ঘ জীবন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে স্মরণ ।…
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে স্মরণ - পর্দার অপু থেকে ফেলুদা

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান

মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং এক স্বপ্নের শহর নেপালের মুস্তাং জেলার জমসম।  সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২…
‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান

ফেসবুকে সেই ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ

ছবির সাথে আমার কোন সম্পর্ক নেই: হাসান অভিনেতা হাসান মাসুদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি…
ফেসবুকে সেই ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ
0
Share