অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না অক্ষত
মুম্বাই ফিরেই দুর্ঘটনার কবলে অক্ষয় ও তার স্ত্রী টুইঙ্কল খান্না । সোমবার সন্ধ্যায় বিদেশ সফর শেষে ফেরার পথে অটোর ধাক্কায় উল্টে যায় অভিনেতার গাড়ি। তবে, দুর্ঘটনা কোন প্রাণহানি হয়নি। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধারে নেমে পড়েন এই অভিনেতা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, ২৫ বছরের দাম্পত্যজীবন পূর্তি উদযাপন শেষে ফিরছিলেন অভিনেতা দম্পতি। বিমানবন্দর থেকে বেরিয়ে তাদের গন্তব্য ছিল জুহুর বাড়ি। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি মার্সিডিজ গাড়ি অটোরিকশাকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে গিয়ে অক্ষয়ের নিরাপত্তারক্ষীদের এসকর্ট গাড়িকে ধাক্কা দেয়। পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে আঘাত করে। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তাঁর নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন। একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশার ভেতরে আটকে পড়া এক ব্যক্তিকে একাধিক মানুষ মিলে টেনে বের করে আনছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই দ্রুত তৎপরতায় অংশ নেন।
এ ঘটনায় অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দুজনই অক্ষত রয়েছেন। অটোরিকশার চালক ও যাত্রীরাও গুরুতর আহত নন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আহতদের সেবার ব্যবস্থাও করেন অক্ষয় নিজেই।
২০০১ সালে টুইঙ্কেল খান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয় কুমার। চলতি বছর তাঁদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিদেশে সময় কাটাচ্ছিলেন এই তারকা জুটি।
