ফের মাতৃত্বের আলোচনায় অভিনেত্রী বুবলী
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবারে আলোচনার কারণ কোনো নতুন সিনেমা বা শুটিং নয়, বরং তাকে ঘিরে ছড়িয়ে পড়া মা হওয়ার গুঞ্জন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। মা হওয়ার গুঞ্জন নিয়ে রহস্যময় উত্তর দিয়েছেন বুবলী।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্টভাবে ক্যামেরাবন্দি হওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।
অনুষ্ঠান চলাকালে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী।
তার মতে ‘ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক, আমি তাকে সম্মান করি। সাংবাদিক ভাই ও বোনেরা দর্শকদের সেই কৌতূহলই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। আজ যেহেতু একটি উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আছি, তাই এই আলোচনা আপাতত এখানেই থাক।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় আমার কোনো মন্তব্য না নিয়েই আমার নামে বক্তব্য জুড়ে দেওয়া হয়। শুটিংয়ে থাকলে সবসময় ফোন ধরা সম্ভব হয় না, তাই বলে কথা না বলেই নিজের মতো বক্তব্য তৈরি করে দেওয়াটা সত্যিই দুঃখজনক। অন্তত একটা মেসেজ বা বার্তার মাধ্যমে আমার মতামত নেওয়া উচিত ছিল।’

গত বছরের শেষ দিকে শবনম বুবলী সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তাদের ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান। সে সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন, যা ভক্তদের নজর কাড়ে।
এর পরপরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বুবলী কিংবা শাকিব খান কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে এই নীরবতাই শোবিজ অঙ্গনে কৌতূহল ও রহস্যকে আরও বাড়িয়েছে।