১০ বছর আগের স্মৃতিতে ফিরছেন তারকারা
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ তারকা ট্রেন্ডিংয়ে ২০১৬ সালের ছবি। নিউজফিড যেন ফিরে গেছে ১০ বছর আগের সেই মুহুর্তে। আর সেই স্মৃতিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পুরোনো ছবি শেয়ার করে নস্টালজিয়ায় ভাসছেন তারকারা। আর সেই সোনালি দিনের ঝলকেই মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।
ঢালিউড থেকে শুরু করে বলিউড ও হলিউড সব অঙ্গনের জনপ্রিয় মুখদের স্মৃতিচারণে ভরে উঠেছে টাইমলাইন। এবার ২০১৬ সালের স্মৃতিচারণার ট্রেন্ডে এবার যুক্ত হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পুরোনো দিনের ছবি শেয়ার করে নস্টালজিয়ায় ভাসতে দেখা গেছে তাকে।

নিজের পোস্টে ফারিণ লেখেন,“ ২০১৬ ট্রেন্ড ট্রেনে উঠছি। পুরনো দিনগুলো ভালো ছিল” এভাবেই তিনি প্রকাশ করেন অতীতের প্রতি ভালোবাসা। একই সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকেও ট্যাগ করে জানান, তার কাছ থেকেই এই ট্রেন্ডে যুক্ত হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। ফারিণের এই পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যে পুরনো দিনের স্মৃতি ভাগাভাগি করছেন।

এই নতুন ট্রেন্ডে আগেই সামিল হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। স্বামী আদনান আল রাজীবের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি এবং কথোপকথন প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘২০১৬ সালে দেখতে এমন ছিল।’
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা একগুচ্ছা ছবি দিয়ে লিখেছেন, ‘২০১৬ সালে দেখতে এমন ছিল। বেবি ভাবনা।’

এদিকে অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার তার ‘শঙ্খচিল’ ছবির পোস্টার, সংবাদ সম্মেলনের ছবি প্রকাশ করে লিখেছেন, “আমার ২০১৬ সালের অনেকটা সময় জুড়েই ছিল ‘শঙ্খচিল’।”
শাহরুখের সাথে বিশেষ মুহুর্ত শেয়ার আলিয়ার
বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাটও যোগ দিলেন সম্প্রতি ভাইরাল হওয়া ২০১৬-এর ট্রেন্ডে। নিজের ইনস্টাগ্রামে আলিয়ার শেয়ার করা পোস্টে দেখা যায় এক দশক আগের কিছু মুহূর্ত। সেখানে রয়েছে তার প্রিয় সহ-অভিনেতা শাহরুখ খানের সঙ্গে বিশেষ কিছু শুটিং মুহূর্ত। এছাড়া তার পোস্টে রয়েছে পারিনীতি চোপড়ার সঙ্গে গসিপ সেশনের ছবিও।

এছাড়াও বলিউড থেকেও পুরোনো দিনের ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন দিয়া মির্জা, বিপাশা বসু ও শ্রেয়া গুপ্তা। নস্টালজিয়ার এই জোয়ারে ভেসে যাচ্ছেন ভক্তরাও।