ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর আজ ১৮ জানুয়ারি শেষ হতে যাচ্ছে । এ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে থাকছে বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী দিনে পুরস্কার প্রদানসহ প্রদর্শিত হবে এবারের সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবের সমাপনী দিনে রাজধানীর দুটি ভেন্যু–বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশি চলচ্চিত্র।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে শিশু চলচ্চিত্র অধিবেশনের মাধ্যমে দিনের প্রদর্শনী শুরু হয়। এতে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পরিণাম’ দেখানো হয়। ১০ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন এবিএম নজমুল হুদা।
এ ছাড়াও থাকছে ‘শব্দের ওপারে’ (ক্যান ইউ হিয়ার মি) সিনেমার প্রদর্শনী। ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির নির্মাতা শিয়াম শামস ও সাইবা তালুকদার। দুপুর ১টায় স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে বিভিন্ন দেশের মোট পাঁচটি সিনেমা প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। বিকেল ৫টা ৩০ মিনিটে ওপেন টি বায়োস্কোপ বিভাগে দেখানো হবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বেহুলা দরোদি’। ১০৭ মিনিটের এ সিনেমার নির্মাতা সবুজ খান। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রদর্শিত হবে ‘শ্রাবণ জোছনায়’। ১২৭ মিনিটের এ সিনেমার পরিচালক আব্দুস সামাদ খোকন। এই মিলনায়তনে আজ ৭টি দেশের ৯টি সিনেমা প্রদর্শিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে দেখানো হয় ওপেন টি বায়োস্কোপ বিভাগে চীনের ‘ওয়াই তাই কং দে মো ঝা তে (মোজার্ট ফ্রম স্পেস)’। ১৩৬ মিনিটের সিনেমাটির নির্মাতা সিচেং চেন। দুপুর ১টায় স্বল্পদৈর্ঘ্য বিভাগে নেপাল, স্লোভেনিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তিনটি সিনেমা দেখানো হবে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর সহযোগিতায় আছেন যারা
বেলা ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের ‘লে মেইয়র দু মন্দ (দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড)’। ১০৮ মিনিটের এ সিনেমার নির্মাতা-পরিচালক ম্যারিওন স্ট্যান্ডেফার। বিকেল ৫টায় ওপেন টি বায়োস্কোপে ভারতের ‘গ্রে স্টোরি’ প্রদর্শিত হবে। ৯৪ মিনিটের এ সিনেমার নির্মাতা শঙ্খ ঘোষ। এখানে আজ ৬টি দেশের ৬টি সিনেমা দেখানো হবে।
এ উৎসব আয়োজনে সহযোগিতা করছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ঢাকাস্থ চীনা দূতাবাস, একশনএইড ও এসএমসি।
