বিয়েটি হতে পারে ব্যক্তিগত পরিসরে
গত বছরের শুরু থেকে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং দক্ষিণী তারকা ধানুশের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে গুঞ্জন আরও জোরালো হয়, তবে গত আগস্টে ম্রুণাল স্পষ্ট করে জানিয়েছিলেন, ধানুশ তাঁর কাছে শুধু একজন ভালো বন্ধু। এবার শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন এই দুই অভিনয়শিল্পী। সত্যি কি বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল?

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিয়েটি হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নাকি সম্পন্ন হতে পারে অনুষ্ঠান। যদিও এখন পর্যন্ত ম্রুণাল কিংবা ধানুশ কেউই এই খবর নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
প্রেম-বিয়ে নিয়ে বারবার শিরোনাম হন
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন এই দুই তারকা। তবু তাদের ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন বারবার শিরোনামে এসেছে।

দক্ষিণী সিনেমায় কাজে গিয়েই ঘনিষ্ঠতা
দক্ষিণী সিনেমায় কাজ করতে গিয়েই ধানুশের সঙ্গে ম্রুণালের ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কটি এখনও নতুন হওয়ায়, এখনই তা প্রকাশ্যে আনতে চান না তারা। তবে একসঙ্গে বাইরে বের হওয়া বা ক্যামেরাবন্দি হতে তারা স্বচ্ছন্দ। তাদের বন্ধুমহলও এই সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছে।
ধানুশ-ঐশ্বরিয়ার ২০ বছর পর বিচ্ছেদ
ধানুশ এর আগে অভিনেতা রজনীকান্তর কন্যা নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেন। ২০২২ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ২০ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে।