সাদনিমা বিনতে নোমান
নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এসিআই এরোসল-এর একটি বিজ্ঞাপন দিয়ে পর্দায় আসে ছোট্ট একটি মেয়ে। বিজ্ঞাপনে দেখা যায়, বইয়ের পাতায় আঁকা মশাগুলো এসিআই এরোসল ব্যবহার করতেই স্কেচ থেকে মুছে যায়। মেয়েটিও অবাক বনে যায়। সেই মেয়েটির নাম সাদনিমা বিনতে নোমান। যিনি এখন নাটকে কাজ করছেন। তবে ছোটবেলা থেকে অভিনয়ে থাকলেও নজরে পড়ার মতো কিছু করতে পারেননি বলেই মন্তব্য সাদনিমার।
পড়াশোনা ও চাকুরীর কারণে দীর্ঘদিন অভিনয়ে নিয়মিত ছিলেন না সাদনিমা। অবশেষে ২০২৫ সালের ভালোবাসা দিবসে ফেরেন। ‘মনেরই রঙে রাঙিয়ে’ নাটকের অভিনয় করেন। সেখানে ‘জুঁই’ নামে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেন। তার ভিতর সম্ভাবনা দেখতে পান নির্মাতা পার্থ সরকারের। সেই সূত্রেই তিনি ‘গোল্ডফিশ’ নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দেন সাদনিমাকে। এরপর প্রায় ছয়টি নাটকে কাজ করেন তিনি যদিও কাজগুলো এখনো প্রচারিত হয়নি।

এরই মধ্যে গত বছরের অক্টোবরে মুক্তি পায় তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে ফিল্মটি এবং নতুন করে পরিচিতি পান সাদনিমা।
বর্তমানে নজরে পড়ার মতো কিছু কি করছেন?
তবে বর্তমানে তিনি আরও প্রায় হাফ ডজন নাটকের শুটিং শেষ করেছেন। নিয়মিতই পাচ্ছেন নতুন কাজের প্রস্তাব। তবে সব কাজ করেন না তিনি।
সেকারণেই এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে সাদনিমা বলেন, “শিশুশিল্পী হিসেবেই শোবিজে আমার আগমন। এসিআই এরোসলের বিজ্ঞাপনটি তখন খুব জনপ্রিয় হয়েছিল। এরপর পড়াশোনার জন্য অনেকদিন কাজ করা হয়নি। বিরতির পর আবার অভিনয়ে ফিরি। গত বছরের ফেব্রুয়ারিতে নাটকে অভিষেক হয়। সাত-আট মাসে প্রায় ছয়টি কাজ করলেও মাত্র একটি নাটকই রিলিজ হয়েছে। বাকিগুলোর ব্যাপারে আমিও কিছু জানি না। তবে ওয়েব ফিল্মটা করে দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।”
ওয়েব ফিল্মটির পর আরও প্রায় সাতটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। সেগুলো আগামী ঈদে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন এই তরুণ নায়িকা।

তবে সব কাজ করেন না সাদনিমা। এ নিয়ে বলেন, “প্রস্তাব অনেক আসে, কিন্তু কোয়ালিটিফুল কাজ না হলে যুক্ত হতে চাই না। কম কাজ করব, কিন্তু ভালো কাজ করব— এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। আমার কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থেই এগোতে চাই।
নজরে পড়ার মতো কিছু করতে পারেন নি কেন ?
এখন পর্যন্ত তিনি খায়রুল বাসার, সাদ নাওভি ও পার্থ সরকারের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
এছাড়া বর্তমানে নাটকের জনপ্রিয় অভিনেতা যেমন ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান বা ইরফান সাজ্জাদদের সঙ্গে এখনো কাজের সুযোগ পাননি। কেন পাননি তা নিজেই বলেছেন এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, “আমি তো কাজ করতে চাই। সিনিয়রদের সঙ্গে কাজ করলে শেখার সুযোগ বেশি থাকে। কিন্তু তাঁদের কারও কাছ থেকে এখনো কোনো প্রস্তাব আসেনি।”
এর কারণ হিসেবে তিনি বলেন, “হয়তো নিজেকে সেভাবে হাইলাইট করতে পারিনি। আমাকে হয়তো তারা চেনেন না। এছাড়া আমার তো কাজ খুব বেশি রিলিজ হয়নি যা দেখে আমাকে কোয়ালিফাইড মনে হবে। তাঁদের নজরে পড়ার মতো কিছু এখনো করতে পারিনি।”
তবে তিনি মূলত চাকরি করছেন এখন আর তার পাশাপাশি অভিনয় করছেন। তবে বিশেষ কোনো প্রজেক্ট বা ভালো গল্প হলে সময় ম্যানেজ করে আরো ভালোভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এছাড়া নতুন বছর শুরু হলেও বিশেষ কোনো বড় পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। গেল সপ্তাহেই সাদ নাওভির সঙ্গে একটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া আপাতত ফেব্রুয়ারি মাসে তিনি ব্যস্ত নেই বলে জানিয়েছেন।
