Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই

থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ
সিবিআই ও থালাপতি কোলাজ

থালাপতি বিজয়কে জিজ্ঞাসাবাদ

গত বছর তামিলনাড়ুর করুর জেলায় তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশে ভয়াবহ পদদলিতকাণ্ডের ঘটনা ঘটে। এতে মারা যায় অনেক মানুষ। সেই ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দিল্লির সিবিআই সদর দপ্তরে হাজিরা দিতে হয় টিভিকে প্রধান ও অভিনেতা থালাপতি বিজয়কে। তদন্তে থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)।    

এদিন সকাল ১১টা ২৯ মিনিটে সিবিআই সদর দপ্তরে পৌঁছান বিজয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুর্নীতি দমন শাখার তদন্তকারী দলের সামনে তিনি হাজির হন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ জিজ্ঞাসাবাদ শেষে দপ্তর ত্যাগ করেন তিনি।

থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ
তামিলনাড়ুর সমাবেশে থালাপতি বিজয় | ছবি: ফেসবুক

থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তসংশ্লিষ্ট কিছু বিষয় আরও স্পষ্ট করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সিবিআই। সেই কারণে বিজয়কে ফের তলব করা হতে পারে। পরেরদিন মঙ্গলবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও পঙ্গলের (দক্ষিণ ভারতের তামিল সম্প্রদায়ের প্রধান একটি নবান্ন উৎসব ) কারণ দেখিয়ে তিনি বিকল্প তারিখ চেয়ে আবেদন করেন।

অভিনেতা চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লি পৌঁছান। তার সাথে টিভিকে দলের কয়েকজন সহকর্মীও উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় সিবিআই সদর দপ্তরের বাইরে বিজয়ের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

কেন থালাপতি বিজয়কে জিজ্ঞাসাবাদ ?

ঘটনার সূত্রপাত হয় গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলায় টিভিকে আয়োজিত একটি রাজনৈতিক সমাবেশে। সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ঘটনায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। এতে ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হন।

থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ
অভিনেতা থালাপতি বিজয় | ছবি: ফেসবুক

এই ঘটনার তদন্ত ভার গত ২৬ অক্টোবর সিবিআইয়ের হাতে তুলে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মন্তব্য করে, ঘটনার পর রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু বক্তব্য জনআস্থা ক্ষুণ্ন করেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ, স্বাধীন ও পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন।

এদিকে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগণ’ মুক্তির কথা ছিলো গত ৯ জানুয়ারি। কিন্তু নানা কারণে তাও আটকে গেছে। এখন কবে সিনেমাটি ছাড়পত্র পাবে তা নিশ্চিত করে জানা যায় নি ।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মারা গেছেন

মলয় কুমার গাঙ্গুলী ‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। তিনি একজন…
‘যদি রাত পোহালে শোনা যেত’

পুলিশ কনস্টেবল থেকে ইন্ডিয়ান আইডল তারপর চির বিদায়

প্রশান্ত তামাং ২০০৭ সালে দার্জিলিং পাহাড়ে ঘটে এক হৈ হৈ রৈ রৈ কাণ্ড। আনন্দে ভরে উঠে পুরো পাহাড় অঞ্চল। দার্জিলিং…
পুলিশ কনস্টেবল থেকে ইন্ডিয়ান আইডল

অস্কারের ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে

একাডেমি অ্যাওয়ার্ডস আসন্ন অস্কারের ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । পাঁচ দিনের এই সময়কালে ভোটের মাধ্যমে আগামী…
অস্কারের ভোটিং

মক্কায় ওমরাহ পালন করলেন অভিনেত্রী পূর্ণিমা

পূর্ণিমা বললেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ” বছরের শুরুতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ওমরাহ পালন করলেন…
ওমরাহ পালন করলেন অভিনেত্রী পূর্ণিমা
0
Share