ভ্রমণ আর পড়াশোনা করেই সময় কাটছে
ব্যক্তিগত জীবনের এক কঠিন সময় পার করছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। একই সঙ্গে সম্প্রতি নিজের মানসিক অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেছেন এই শিল্পী। এই মুহুর্তে কঠিন সময় কিভাবে কাটছে তাহসানের?

তাহসান খান জানান, এখন বেশির ভাগ সময়ই কাটছে একা একা ঘোরাঘুরি করে। এই সময়টায় তার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠেছে বই। ভ্রমণ আর পড়াশোনার মধ্য দিয়েই নিজের দিনগুলো ভাগ করে নিচ্ছেন এই তারকা শিল্পী। নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে তাহসান খান জানান, ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। বলেন, এই সময়টাতে বই-ই আমার বড় সঙ্গী।
সবার কাছে দোয়া চাইলেন তাহসান খান
এই সংগীতশিল্পী সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।’

ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ, নীরব তাহসান
গত বছর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেন তাহসান খান। বন্ধ করে দেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সে সময় তার ফেসবুক পেজে ফলোয়ার ছিল প্রায় এক কোটি। ইনস্টাগ্রামে ৩৫ লাখেরও বেশি। তবে, এমন সিদ্ধান্তের পেছনে কারণ কী তা নিয়ে ভক্তদের কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

আড়াই দশক মঞ্চ মাতিয়েছেন তাহসান
এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে মঞ্চে দাঁড়িয়ে এনিয়ে কথা বলেন তাহসান। গান গাইতে গাইতে মাইক্রোফোনে তিনি বলেন, নানা জায়গায় লেখা হচ্ছে এটি নাকি তার শেষ কনসার্ট। তবে তিনি পরিষ্কার করে জানান, এটি শেষ কনসার্ট নয়, বরং তার শেষ ট্যুর। তাহসান খান আড়াই দশক ধরে সংগীতের মঞ্চ মাতিয়েছেন। গায়কের এই সিদ্ধান্ত ভক্তরা মেনে নিতে পারেননি। সেই সময়ই কনসার্টে যারা উপস্থিত ভক্তরা একসঙ্গে ‘না’ বলে উঠেন।
রোমান্টিক কথা-সুর তাহসানের মূল শক্তি
তাহসান খানের সংগীতযাত্রা শুরু হয় নব্বইয়ের দশকের শেষ দিকে। তিনি প্রথম পরিচিতি পান ব্যান্ড ব্ল্যাক এর ভোকালিস্ট হিসেবে। ব্যান্ড সংগীতের পাশাপাশি একক গায়ক হিসেবেও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রোমান্টিক কথা ও সুরনির্ভর গানই তার মূল শক্তি। ‘ইচ্ছে ঘুড়ি’, ‘আলো’, ‘হারিয়ে গিয়েছি’, ‘অপেক্ষা’, ‘আমি তোমারই মতো’ এই গানগুলো শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নেয়।

তাহসান খানের দাম্পত্য জীবন ও বিচ্ছেদ
২০০৬ সালের ৩ আগস্ট অভিনেতা তাহসান খান অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন। ২০১৩ সালে জন্ম হয় একমাত্র কন্যা আইরা তেহরীম খানের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। পরে, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট।