Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

চারটি সিনেমায় কাজ করছেন নাজিফা তুষি

চারটি সিনেমায় কাজ করছেন
নাজিফা তুষি কোলাজ ছবি

নাজিফা তুষি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি ‘হাওয়া’ সিনেমার পরে অনেকদিন অভিনয় থেকে দূরে ছিলেন। এরপর আবারো বড় পর্দায় সক্রিয় হতে শুরু করেন। একের পর এক নতুন সিনেমায় যুক্ত হয়ে তিনি জানান দিচ্ছেন, অভিনয়ে তিনি এখন পুরোপুরি মনোযোগী। বর্তমানে চারটি সিনেমায় কাজ করছেন নাজিফা তুষি। চলুন দেখে নেয়া যাক কি কি সিনেমায় আছেন তিনি।

চারটি সিনেমায় কাজ করছেন
নাজিফা তুষি | ছবি: অভিনেত্রীর ফেসবুক

নাজিফা তুষি বর্তমানে চারটি সিনেমায় অভিনয় তথা শুটিং শেষ করেছেন এবং করছেন। ‘রইদ’, ‘আন্ধার’, ‘সখী রঙ্গমালা’ ও ‘প্রেসার কুকার’ নামক এই চারটি সিনেমাতে দেখা যাবে তাকে। এই চার সিনেমার চারটি চরিত্রে তিনি ভিন্ন ভিন্ন রকম চরিত্রে হাজির হবেন বলে জানা গেছে।

চারটি সিনেমায় কোন কোন ভূমিকায় নাজিফা?

সরকারি অনুদান ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘সখী রঙ্গমালা’। সেখানে ‘রঙ্গমালা’ চরিত্রে দেখা যাবে তুষিকে অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি রচনা ও পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’ খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী।

চারটি সিনেমায় কাজ করছেন
নাজিফা তুষি | ছবি: অভিনেত্রীর ফেসবুক

অন্যদিকে, রায়হান রাফী পরিচালিত হরর ঘরানার সিনেমা ‘আন্ধার’-এ একেবারে ভিন্ন রূপে দেখা যাবে তুষিকে। আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। রহস্য, ভয় ও মানসিক দ্বন্দ্বে ভরপুর এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তুষির বিপরীতে থাকছেন সিয়াম আহমেদ।

‘হাওয়া’ সিনেমা নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন নাজিফা তুষি। ছবিটি ইতিমধ্যেই রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল’-প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ লড়বে। এই সিনেমাটিও একটি লোকজ আখ্যানকে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটির টিজারে তুষির উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে, এবং আলোচনার কেন্দ্রে চলে এসেছে সিনেমা ও এই অভিনেত্রী।

এ ছাড়া সমসাময়িক গল্পে নির্মিত ‘প্রেসার কুকার’ সিনেমায়ও যুক্ত হয়েছেন তুষি। আধুনিক সম্পর্ক, সামাজিক চাপ ও ব্যক্তিগত সংকটকে ঘিরে নির্মিত এই সিনেমায় তাঁর চরিত্রটি বর্তমান সময়ের নারীদের প্রতিনিধিত্ব করবে বলে জানা গেছে। সিনেমায় মোট তিনজন নায়িকা থাকছেন। থাকছে না কোন পুরুষ কেন্দ্রীয় চরিত্র।

চারটি সিনেমার গল্প, ঘরানা ও চরিত্রে ভিন্নতা থাকায় নাজিফা তুষির এই প্রত্যাবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন চলচ্চিত্রবোদ্ধারা। তার এই কাজের ও নানা চরিত্রে উপস্থিতি তাকে আরো জনপ্রিয় করে তুলেছে দর্শকদের মাঝে।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘হক’ সিনেমা নিয়ে বাংলাদেশে কেন ব্যাপক আলোচনা?

‘হক’ সিনেমা ভারতসহ কয়েকটি দেশে গত ৭ নভেম্বর মুক্তি পেয়েছিলো সিনেমা ‘হক’। সিনেমাটিতে অভিনয় করেছেন ইমরান হাশমি…
‘হক’ সিনেমা নিয়ে বাংলাদেশে
0
Share