হাসপাতালে জন্মদিন কাটান আফসানা মিমি
নব্বইয়ের দশকের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী আফসানা মিমি। তার শক্তিশালী অভিনয় আজও দর্শকদের মনে ভালবাসার জন্ম দেয়। সম্প্রতি জনপ্রিয় পডকাস্টে জীবনের অনেক না বলা কথা শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে শুনান মিমি চকলেট থেকেই আফসানা মিমি হয়ে উঠার গল্প। গত ২০ ডিসেম্বর ৫৭ বছরে পা রেখেছেন নন্দিত এ অভিনেত্রী। প্রতি বছর নিজের জন্মদিনটি তিনি পালন করেন এক বিশেষ ও মানবিক উপায়ে।

নিজের নাম নিজেই রাখেন আফসানা মিমি!
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই আড্ডায় উঠে আসে অভিনয় জীবনের পাশাপাশি নামের পেছনের মজার গল্পও। আফসানা মিমি জানান, শৈশবে ‘মিমি’ নামের চকোলেট ছিল তার ভীষণ প্রিয়। বড় বোন ‘অ্যানি’র নামের সঙ্গে মিল রেখে পরিবারের দেওয়া ডাকনাম ছিল ‘জুনি’। আর তার ভালো নাম ছিল ‘আফসানা করিম’। বাবা তাকে আদর করে ডাকতেন ‘মিম’। কিন্তু চকোলেটের প্রতি ভালোবাসা থেকেই তিনি নিজের আগ্রহে ‘মিমি’ নামটি বেছে নেন।

মজা করে মিমি বলেন, আমি বোধ হয় পৃথিবীর একমাত্র শিশু, যে কিনা নিজের নাম নিজেই চূড়ান্ত করেছে। সময়ের প্রবাহে সেই প্রিয় চকোলেটের নাম থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তার পরিচিত নাম ‘মিমি’, যা আজ দর্শকের কাছে এক আস্থার প্রতীক।

হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই নাটকের মধ্য দিয়ে আফসানা মিমির টিভি নাটকে অভিষেক হয়। এরপর আর থেমে থাকেননি তিনি। নব্বইয়ের দশকে প্রচারিত তার অভিনীত নাটকগুলোর মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছিল ‘একদিন হঠাৎ’, ‘অপেক্ষা’, ‘শেষ বিকেলের মেয়ে’সহ আরও অসংখ্য নাটক।